বর্তমানে সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই নজরে আসবে একটাই ভাইরাল খবর, আর তা হল অস্কার মঞ্চে (Oscar) থাপ্পড় কাণ্ড। স্মিথের চড় যেন ভোলার নয়। অস্কারের মঞ্চে সঞ্চালক কমেডিয়ান ক্রিস রককে (Chris Rock) অভিনেতা উইল স্মিথের (Will Smith) চড় মারার ঘটনা সারা বিশ্বে সাড়া ফেলে দিয়েছে। এই বছরের অস্কারের ঘটে যাওয়া সবচেয়ে আলোচিত ঘটনা এটা। কিন্তু এই ঘটনাকে যে ট্যাটু (Tattoo) হিসাবে চিরস্মরণীয় করে রাখা যায়, তা ভেবেছেন কোনওদিন? এমনও সম্ভব। সম্প্রতি এক ব্যক্তি নিজের শরীরে ট্যাটু করালেন ক্রিসকে মারা স্মিথের সেই চড়ের দৃশ্য।
এই ট্যাটুটি এঁকেছেন, বার্মিংহামের ট্যাটু শিল্পী জন আরটন। এই ট্যাটুর প্রসঙ্গে জন জানিয়েছেন, যখনই একজন গ্রাহক এসে এই চড়-কাণ্ডের দৃশ্য ট্যাটু করানোর প্রস্তাব দেন, তিনি শুনেই তৎক্ষণাৎ রাজি হয়ে যান। জন এটাও বলেন যে, এই বিষয়টা এতটাই মজার ছিল যে, যদি অন্য কেউ এই চড়-কাণ্ডকে ট্যাটু হিসাবে না আঁকতেন, তাহলে তিনি নিজেই হয়তো নিজের শরীরে এটা এঁকে নিতেন।
এখন সমগ্র বিশ্ব জুড়ে ভাইরাল সঞ্চালক ক্রিস রককে অভিনেতা উইল স্মিথের চড় মারার ঘটনা। নেট দুনিয়ায় একাধিক মিমও তৈরি হয়েছে এই কাণ্ডকে কেন্দ্র করে। এমনকি বহু তারকারা এই বিষয়ে ভাল বা খারাপের মত পোষণ করেছেন। আমাদের দেশেরও বহু অভিনেতা-অভিনেত্রীরা এই বিষয়ে মুখ খুলেছেন। ঠিক-ভুলের শুরু হয় চুল চেরা বিচার। নেটিজেনরাও ভাগ হয়ে যান দুই ভাগে। শেষ পর্যন্ত এই চড় মারার জন্য প্রকাশ্যে ক্ষমাও চান উইল স্মিথ। তবুও এই ঘটনা এতটাই ‘অন্যরকম’ ছিল যে তা ট্যাটু বানিয়ে নিলেন এক ট্যাটু প্রেমী।
ঠিক-ভুলের বিচারে ট্যাটু শিল্পী জন জানিয়েছেন, “আমার মনে হয় না এতে ঠিক বা ভুলের কিছু আছে। একজন তারকা একটা অদ্ভুত ঘটনা ঘটিয়েছেন। এই ট্যাটু শুধু তার প্রতিচ্ছবি। এছাড়া আর কিছু নয়।” তবে যে ব্যক্তি নিজের শরীরে যে ট্যাটু আঁকিয়েছেন, তাঁর নাম প্রকাশ করা হয়নি। যদিও পরিচিত গোপন থাকলেও তাঁর পায়ে থাকা এই চড়-কাণ্ডের ট্যাটু আজ ভাইরাল নেটদুনিয়ায়।
তবে, জন আরটন একা নন। গত সোমবার, স্মিথ রককে চড় মারার ঠিক একদিন পরে, নিউ জার্সির অস্কার আগুইলার জুনিয়র নামক একজন ট্যাটু শিল্পী তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছেন যেখানে এই বিতর্কিত চড়-কাণ্ডের ট্যাটু দেখানো হয়েছে। একইভাবে, ইতালীয় ট্যাটু শিল্পী জিওভান্নি ব্র্যাকসিওডিয়েটাও চড়-কাণ্ডের ট্যাটুতে মোশন দিয়ে যোগ করেছেন উইল স্মিথের কথাগুলি। সব মিলিয়ে উইল স্মিথের এই চড়-কাণ্ড এক ট্যাটু রূপেও ভাইরাল নেট দুনিয়ায়।
আরও পড়ুন: ‘পুষ্পা রাজ আপুন লিখেগা নেহি’! মাধ্যমিকের খাতা দেখে হতভম্ব শিক্ষক, নেটদুনিয়ায় ছুটল হাসির রোল