Viral Video: বাবা আসছেন! টিভি বন্ধ করে ‘মনের মানুষ’কে পড়তে বসার কথা মনে করাল কিউট পোষ্য কুকুর
Latest Viral Video: পোষ্য কুকুর বাচ্চা একটি মেয়েকে টিভি বন্ধ করে পড়তে বসার ইঙ্গিত দিচ্ছে। কারণ, মেয়েটির বাবার আসার সময় হয়ে গিয়েছে। ভাইরাল ভিডিয়োটি একবার দেখুন।

‘এমন বন্ধু আর কে আছে!’ ‘দ্বীপ জ্বেলে যাই’ ছবি-তে অভিনেতা অনিল চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি নিশ্চয়ই আপনার মনে আছে? তাহলে এবার আর একটা পুরনো কথা মনে করাই। ‘কুকুর মানুষের সেরা বন্ধু’। পুরনো এই বাক্যাংশটিও আপনার শোনা, তাই না? পুরনো কথা হলেও খুব সত্যি, অথচ সাধারণ। আপনার বাড়িতে যদি সর্বক্ষণ একজন পোষ্য কুকুর থাকে, তবেই আপনি এই পুরনো কথার অর্থ উপলব্ধি করবেন। চারপেয়েদের সঙ্গে মানুষের সেই বন্ড অনন্য, বর্ণনাতীত। ইদানিং ভাইরাল ভিডিয়োগুলি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বিষয়টা। তেমনই একটা ভিডিয়ো নেটিজ়েনদের দৃষ্টি আকর্ষণ করেছে। সেখানে দেখা গিয়েছে, পোষ্য কুকুর বাচ্চা একটি মেয়েকে টিভি বন্ধ করে পড়তে বসার ইঙ্গিত দিচ্ছে। কারণ, মেয়েটির বাবার আসার সময় হয়ে গিয়েছে।
Pawtners in crime..????? pic.twitter.com/1eYFWvDeFY
— ?o̴g̴ (@Yoda4ever) December 18, 2022
টুইটারে Yoda4ever নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, একটা জার্মান শেফার্ড তার ‘মনের মানুষ’-এর দিকে সবসময় নজর রাখছে। কুকুরটি শুয়ে ছিল, তার পরনে ছিল সোয়েটার। আর সেই সময় মেয়েটি টিভি দেখছিল মন দিয়ে। হঠাৎ করেই পায়ের শব্দ পায় কুকুরটি। সে বুঝে ওঠে যে, বাচ্চার বাবা আসছে। তৎক্ষণাৎ তাকে সজাগ করে কুকুরটি। আর বাচ্চাটিও তখন টিভি বন্ধ করে পড়তে বসে যায়।
ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, ‘পটনার্স (Pawtners) ইন ক্রাইম…’ ভিডিয়োটির ভিউ এখন 853.8k এবং তা প্রায় 39.5 হাজারের বেশি লাইক পেয়েছে। আর এই ভিডিয়ো যে নেটিজ়েনদের কতটা পছন্দ হয়েছে, তা প্রমাণ করেছে ভিডিয়োর কমেন্ট সেকশন।
“কী সুন্দর একটা মুহূর্ত! কুকুরটি এমন ভাবে তার বন্ধুকে সতর্ক করল যে, আমার মনটা ভরে গেল। কিন্তু অনেকেই এমন আছেন যে, সারাক্ষণ পোষ্য কুকুরের সঙ্গে থেকেও তাদের ভাষা বুঝতে পারে না। বাচ্চাটি কীরকম বুঝে গেল। তবে এই বাচ্চাটির বাবা তাকে হাই বলতে যাচ্ছিল না কি!” একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন।
“পরিবারের একজন সদস্যের আগমনে প্রতিটি কুকুর উত্তেজিত হয়ে যায়, হয়ে যায় সজাগও। কুকুরটি লেজ নেড়ে উত্তেজনার সঙ্গে ইঙ্গিত করছে যে, বাবা এখনই চলে আসতে পারে। এরাই আসলে সবথেকে বুদ্ধিমান, মানুষের সেরা বন্ধু,” যোগ করেছেন অন্য একজন ব্যবহারকারী। আর একজন একটু মজা করেই যোগ করলেন, “ভিডিয়োটা কে রেকর্ড করছিল কে জানে!”
