Viral Video: রেললাইনের কাছে হাতি! অবশেষে বাঁচাতে সক্ষম হলেন পাইলট, দেখুন ভাইরাল ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: megha

Aug 26, 2021 | 3:15 PM

ট্রেনটি ঘণ্টায় ৭২ কিলোমিটার বেগে আসছিল। ট্রেনের পাইলট হাতিটিকে লক্ষ্য করে এমার্জেন্সি ব্রেক প্রয়োগ করেন এবং যার ফলে তাঁরা হাতিটিকে বাঁচাতে সক্ষম হন।

Viral Video: রেললাইনের কাছে হাতি! অবশেষে বাঁচাতে সক্ষম হলেন পাইলট, দেখুন ভাইরাল ভিডিয়ো
রেললাইনের পাশে দঁড়িয়ে থাকা হাতিটি

Follow Us

উত্তরবঙ্গের দলছুট হাতি বা জঙ্গল থেকে বেরিয়ে পড়া বেড়িয়ে পড়া হাতির দৃশ্য আমরা প্রায়শই দেখতে পাই। রেললাইনেও দেখা যায় হাতিদের যাতায়াত। তার মধ্যে বেশির ভাগ সময়ই উঠে আসে রেললাইনে হাতি কাটা পড়ার খবর। কিন্তু এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটু খুশির খবর।

উত্তরবঙ্গের একটি রেললাইনে দেখা মেলে একটি হাতির। দূর থেকেই চালকের নজরে পড়ে সে। তাই আগে ভাগেই গতিকে নিয়ন্ত্রণে করেন সেই চালক। যার ফলস্বরূপ তিনি হাতিটিকে বাঁচাতে সক্ষম হন। আর এই ভিডিয়োই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

দেখুন সেই ভাইরাল ভিডিয়ো..

উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার নাগরাকাটা-চালসার মধ্যে ঘটনাটি ঘটে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় এই ভিডিয়োটিতে দেখা যাচ্ছে যে, ট্রেনটি গতি থামালে হাতিটি আস্তে আস্তে রেললাইন থেকে সরে জঙ্গলের মধ্যে প্রবেশ করে যায়। ভিডিয়োটি এনএফ রেলওয়ের আলিপুরদুয়ার বিভাগের অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে।

ভিডিয়োটির ক্যাপশনে লেখা রয়েছে যে, আজ 03150Dn কাঞ্চনকন্যা এক্সপ্রেস স্পেশাল বিকেল ৫টা বেজে ৪৫ মিনিটে শ্রী ডি. দোরাই এবং এএলপি পি. কুমার রেললাইনে হাতিটিকে দেখতে পান এবং সতর্ক হয়ে যান। ভিডিয়োটির ক্যাপশন থেকে জানা গিয়েছে যে ট্রেনটি ঘণ্টায় ৭২ কিলোমিটার বেগে আসছিল। ট্রেনের পাইলট হাতিটিকে লক্ষ্য করে এমার্জেন্সি ব্রেক প্রয়োগ করেন এবং যার ফলে তাঁরা হাতিটিকে বাঁচাতে সক্ষম হন।

ভিডিয়োটি ট্যুইটারে পোস্ট করা মাত্রই ৩ হাজারেরও বেশি মানুষের কাছে পৌঁছে গেছে। নেটিজেনরাও প্রশংসা করেছেন ওই ট্রেনের পাইলটদের। আমরা প্রায় দিনই হাতির মৃত্যুর খবর পড়ি। তার মধ্যে উত্তরবঙ্গ বা অন্যান্য জায়গায় রেললাইনে হাতি কাটা পড়ার খবরও থাকে, যা দেখে মন খারাপ হয়ে যায়। কিন্তু তারই মাঝে যদি এই ধরণের খবর পাওয়া যায় তা সত্যিই খুব আনন্দের হয়।

যদিও এই ধরণের হাতিকে বাঁচানোর ঘটনার ভিডিয়ো এর আগেই এনএফ রেলওয়ের আলিপুরদুয়ার বিভাগের অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। সেই সব ভিডিয়োতেও দেখা গিয়েছে যে ট্রেনের পাইলট অত্যন্ত দক্ষতার সাথে ট্রেনের গতি নিয়ন্ত্রণে এনে হাতিটিকে বাঁচাতে সক্ষম হয়েছে।

দেখুন সেই হাতি বাঁচানোর ভিডিয়ো..

আরও পড়ুন: ড্রোন নয়, পাখির চোখেই ক্যাপচার হল ‘বার্ডস আই ভিউ’

Next Article