টাকার যে কী মূল্য, তা বোধহয় আজকাল বাচ্চারাও ভাল করে বুঝে গিয়েছে। টাকা দেখলেই মানুষ এমন একটা করতে থাকেন! টাকা দেখলে একটা ভাল মানুষের উদ্দেশ্যও বদলে যায়। কিন্তু টাকার জন্য মানুষ তো ক্ষুধার্ত, পশুরা তো নয়? কিন্তু সম্প্রতি আমাদের সামনে এমনই একটা ভিডিয়ো এসেছে, যা দেখলে সত্যিই তাজ্জব হয়ে যেতে হয়। এতদিন আপনি দেখে এসেছেন, অজগর শিকার করছে! এবার আপনাদের এক্কেবারে অন্যরকম কিছু দেখাব।
অজগরকে আপনি কি কখনও টাকা চুরি করতে দেখেছেন? তাহলে এই ভিডিয়ো আপনার জন্য। অজগরের এই ভিডিয়ো দেখে লোকজন অবাক! প্রতিদিন তো আমরা সোশ্যাল মিডিয়ায় অগুনতি ভিডিয়ো দেখে থাকি। কিন্তু এরকম ঘটনা আগে কখনও আমাদের নজরে আসেনি। তার থেকেও বড় কথা হল সাপ শব্দটা শুনলেই অনেকের গায়ে কাঁটা দেয়! কিন্তু সেই সাপ যে এভাবে টাকা চুরি করে, তা কেউ ভাবতেও পারেননি।
সদ্য ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, নোটের বান্ডিল চুরি করেছে পাইথনটি! দেখা গেল, একগোছা টাকা নিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে সাপটি। তারপরে সেই নোটের বান্ডিল নিয়ে একটি বাড়িতেও প্রবেশ করল সে। সেই বাড়ির বাইরেই বসেছিলেন একজন। ভিডিয়োর ক্যাপশন থেকে জানা গিয়েছে, ভিডিয়োটি জ়িম্বাবোয়ের। এই ড্রাগন যে বাড়িতে প্রবেশ করে তা জিরা রেরেটসো কাপড় দিয়ে সাজানো হয়। আফ্রিকান ঐতিহ্যের সঙ্গে এই কাপড়ের সম্পর্ক রয়েছে।
ব্যাপক ভাইরাল হয়েছে ভিডিয়োটি। প্রচুর মানুষ তাঁদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ইনস্টাগ্রামের ভিডিয়ো শেয়ার করা হয়েছে lindaikejiblogofficial নামক হ্যান্ডেল থেকে। হাজার-হাজার লাইক পড়েছে ভিডিয়োতে।