White Deer In India: দেশের বন পরিষেবা দফতরের অফিসাররা জনসাধারণকে বিভিন্ন প্রাণীজগৎ এবং উদ্ভিদ সম্পর্কে অবহিত করে থাকেন বিভিন্ন সময়ে। প্রাণী ও উদ্ভিদদের নিয়ে মানুষকে শিক্ষিত করতে টুইটার, ফেসবুক-সহ আরও বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি ব্যবহার করেন তাঁরা। সম্প্রতি IFS অফিসার আকাশ দ্বীপ বাধাওয়ান একটি ছবি শেয়ার করেছেন। সেখানে বিরল প্রজাতির সাদা রঙের অ্যালবিনো হরিণ দেখা গিয়েছে, যা নেটিজ়েনদের অবাক করেছে। উত্তর প্রদেশের কাতার্নিয়াঘাট ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারির এই ছবি এখন রীতিমতো ভাইরাল।
Staying true to its tagline, “Katarniaghat- Where rare is common”, an albino spotted deer fawn was sighted this morning.
PC – Pulkit Gupta, Gharial Conservation Team pic.twitter.com/KPYCQzTp1P
— Akash Deep Badhawan, IFS (@aakashbadhawan) March 9, 2023
দুর্লভ এই ছবিটি শেয়ার করে IFS অফিসার লিখছেন, “কাতার্নিয়াঘাটে বিরলই সাধারণ, এদিন সকালে একটি অ্যালবিনো হরিণ দেখা গিয়েছে।” ছবিতে ওই বিরল হরিণটির সঙ্গে দেখা গিয়েছে একটি প্রাপ্তবয়স্ক মহিলা হরিণকে। এই ছবিটি তুলেছেন পুলকিত গুপ্ত নামের এক ব্যক্তি, যিনি ঘরিয়াল কনজ়ার্ভেশন টিমের বলরে জানিয়েছেন আকাশ দ্বীপ।
টুইটারে এই ছবিটি খুবই ভাইরাল হয়েছে। ইউজাররা এই বিরল প্রাণীটিকে দেখে মুগ্ধ হয়েছেন। পাশাপাশি নেটিজ়েনদের কেউ কেউ আবার প্রাণীটির নিরাপত্তার জন্যও উদ্বিগ্ন ছিলেন। বন পরিষেবা দফতরের অন্যান্য কর্মকর্তারা এবং আমলারাও এই ছবিতে তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। এই একই ছবি শেয়ার করে আইএফএস অফিসার পারভিন কাসওয়ান লিখছেন, “প্রকৃতিতে ব্যতিক্রমগুলিকেই প্রথমে সরিয়ে দেওয়া হয়। তাদের মানিয়ে নেওয়া কঠিন।”
In nature exceptions are removed first. They are hard to adapt. https://t.co/Ttj1iIN747
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) March 10, 2023
IFS অফিসার সুশান্ত নন্দা এরকমই আর একটি অ্যালবিনো প্রজাতির হরিণের কথা বলছিলেন, যা তিনি 15 বছর আগে ওড়িশার আঙ্গুল জেলায় দেখেছিলেন। তিনি লিখছেন, “সোনালি হরিণ ছিল রামায়ণে। এখানে একটি রূপালি হরিণের ছবি শেয়ার করেছেন আকাশ দ্বীপ বাধাওয়ান। এরকমই একটি হরিণ আমি 15 বছর আগে দেখেছিলাম আঙ্গুল জেলার লবঙ্গী গেস্ট হাউসে।”
এদিকে টুইটার ব্যবহারকারীদের মধ্যে একজন লিখলেন, “খুব সুন্দর! এই বিরল হিরণটিকে দেকতে আমাদের শীঘ্রই কাতারনিয়াঘাটে যেতে হবে মনে হচ্ছে।” আর একজন যোগ করলেন, “অনবদ্য”। তৃতীয় এক ইউজারের বক্তব্য, “শিকারীরা ওর জন্য ওঁত পেতে রয়েছে।”
Golden deer was part of Ramayana. Here is a silver deer shared by @aakashbadhawan.
Had seen one at Labangi guest house of Angul District 15 years earlier. pic.twitter.com/VosKHlSk3t— Susanta Nanda (@susantananda3) March 10, 2023
ন্যাশনাল জিওগ্রাফিকের একটি রিপোর্ট অনুযায়ী, অ্যালবিনো প্রাণীদের পিগমেন্টেশনের আংশিক বা সম্পূর্ণ ক্ষতি হয়। স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে অ্যালবিনিজ়ম তখন ঘটে, যখন একজন ব্যক্তি উভয় পিতামাতার কাছ থেকে এক বা একাধিক পরিবর্তিত জিন উত্তরাধিকার সূত্রে পান, যা শরীরের মেলানিন উৎপাদনে হস্তক্ষেপ করে।
অ্যালবিনো বন্যপ্রাণীরা প্রকৃতিতে একাধিক বাধার সম্মুখীন হতে পারে। কারণ, তাদের দৃষ্টিশক্তি কম, যা খাবারের জন্য শিকার করার সময় এবং বিপদ এড়াতে তাদের অসুবিধায় ফেলে। নিজেদের সঙ্গীদেরই এরা খুঁজে পায় না। ফলে, শিকারের কড়াল গ্রাসে আসতেও সময় লাগে না।