Viral Video: চোখ চেপে ধরে বাবা, চিৎকার করে ‘জয় মা দুর্গা’ আওয়াজে ইঞ্জেকশন নিল ছোট্ট মেয়ে

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jun 13, 2023 | 7:12 PM

Viral Video Today: সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ঘোরাফের করছে, যেখানে ইঞ্জেকশন নেওয়ার সময় একটি বাচ্চার মজাদার প্রতিক্রিয়া নজরে এসেছে। বাচ্চা মেয়েটি (Little Girl) বাবার সঙ্গে ক্লিনিকে গিয়েছিল ইঞ্জেকশন নিতে। আর সেখানে গিয়ে যে কাণ্ডটা সে ঘটাল, তা দেখে নেটিজ়েনদের চক্ষু চড়কবৃক্ষে উঠেছে।

Viral Video: চোখ চেপে ধরে বাবা, চিৎকার করে জয় মা দুর্গা আওয়াজে ইঞ্জেকশন নিল ছোট্ট মেয়ে
ইঞ্জেকশন নেওয়ার সময় ছোট্ট মেয়ের অবাক প্রতিক্রিয়া।

Follow Us

Latest Viral Video: ইঞ্জেকশন নিয়ে অনেকের মধ্যেই একটা ভয় কাজ করে। ছোটদের মধ্যে ইঞ্জেকশন নিয়ে ভয় তো থাকেই, এমনকি অনেক সময় আমরা বড়দেরও ইঞ্জেকশন (Injection) নেওয়ার সময় থর থর করে কাঁপতে দেখি। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ঘোরাফের করছে, যেখানে ইঞ্জেকশন নেওয়ার সময় একটি বাচ্চার মজাদার প্রতিক্রিয়া নজরে এসেছে। বাচ্চা মেয়েটি (Little Girl) বাবার সঙ্গে ক্লিনিকে গিয়েছিল ইঞ্জেকশন নিতে। আর সেখানে গিয়ে যে কাণ্ডটা সে ঘটাল, তা দেখে নেটিজ়েনদের চক্ষু চড়কবৃক্ষে উঠেছে।

মেয়েটি তার বাবাকে বলেছিল, ইঞ্জেকশন দেওয়ার সময় চোখটা চেপে ধরে রাখতে। তার বাবাও সেই মতোই কাজ করেছিল। তারপর যখন সিরিঞ্জের সূচ তার দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকল, তখন কয়েকবার ‘জয় মা দুর্গা, জয় মা দুর্গা’ বলে চিল-চিৎকার শুরু করে দেয় সে। তবে ইঞ্জেকশন নেওয়ার সময় তাকে এক ফোঁটাও কাঁদতে দেখা যায়নি। কেবলই চিৎকার করে গিয়েছে মেয়েটি। আর এই অবস্থায় মেয়েটির বাবার মুখটা ছিল দেখার মতো। মেয়ের এমন চিৎকারে যে তিনি বড়ই ইতস্তত বোধ করছিলেন, স্পষ্ট করে দিয়েছে তাঁর অঙ্গভঙ্গিমা।

ইঞ্জেকশন নেওয়ার পরেই মেয়েটি তার হাতের দিকে তাকায়। জিজ্ঞেস করে, ‘হয়ে গেল?’ যিনি সময় ইঞ্জেকশন দিচ্ছিলেন, তিনি বলতে থাকেন, ‘তোমায় তো বলেইছিলাম লাগবে না।’ কিন্তু এখানেই যে শেষ নয়। এরপরেও তো আর একটা ইঞ্জেকশন নিতে হত মেয়েটিকে। আর এক দফায় মেয়েটিকে তার ডান হাতে ইঞ্জেকশন দিতে হবে। ক্লিনিকের কর্মী বলেন, ‘ঠিক এই ভাবেই তোমার ডান হাতেও একটা ইঞ্জেকশন নিয়ে নাও।’ মেয়েটি তার উত্তরে বলে, ‘তোমাকে যে বললাম, এক হাতেই দুটো ইঞ্জেকশন দিয়ে দিতে।’


তাতে ছোট্ট মেয়ের উত্তর, ‘ডান হাতে তো আরও বেশি লাগবে।’ সে সময় ক্লিনিকে মানুষজন বড়ই হাসছেন। মেয়েটির বাবাও তাঁর হাসিমুখ সে সময় লুকিয়ে রাখতে পারছিলেন না। ভিডিয়োটি ক্যামেরাবন্দি করছিলেন কেউ। মেয়েটি তাঁদের উদ্দেশ্যেই বলে ওঠেন, ‘ভিডিয়োটা ফেসবুকে ছেড়ে দিও।’

গত এপ্রিল মাসে এই রিলস ভিডিয়োটি ইনস্টাগ্রামে Kolkata Graphers নামক একটি হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছিল। নতুন করে এই ভিডিয়োটি আবার ভাইরাল হয়েছে। বহু মানুষ এই ভিডিয়ো দেখার পরে মন্তব্য করেছেন। কেউ বলছেন, ‘আর একটু হলে মা দুর্গাই নেমে আসতেন।’ কেউ আবার বললেন, ‘আমরা প্রায় প্রত্যেকেই ছোটবেলায় ইঞ্জেকশন নিতে গিয়ে ভয় পেতাম।’

Next Article