ভালবাসা। প্রেম। ইতিহাসে এই শব্দগুলোর সাপেক্ষে নিদর্শনযোগ্য উদাহরণের অভাব হবে না। প্রত্যেকটা মানুষেরই ভালবাসার জানান দেওয়ার মধ্যে একটা নিজস্বতা থাকে। যা সেই মুহূর্তে তাঁকে বাকি সকলের থেকে অসাধারণ করে তোলে। কিন্তু, কিছু মানুষ আছেন যাঁরা এই শ্রেণীতে নিজেদের প্যারামিটার করে রেখে দিয়েছেন। তাঁদের প্রেম নিবেদনের গল্পের সাক্ষী থেকেছে গোটা পৃথিবী।
কেপ ভার্দের দৌড়বিদ কেউলা নিদ্রেইয়া পেরেইরা সেমেডো হয়তো সেমিফাইনালের যোগ্যতা মিস করেছেন। ঠিকই। কিন্তু তিনি টোকিও প্যারালিম্পিকস থেকে এমন কিছু জিতে ফিরে এসেছেন যা তিনি কখনো ভুলতে চাইবেন না। কোথাও গিয়ে, প্রফেসনালি না হলেও, ব্যক্তিগত জীবনে এটা তাঁর সবথেকে বড় জয় বলেই বিবেচনা করা হচ্ছে। টুর্নামেন্টে চতুর্থ স্থান অর্জনের পর, যখন তিনি নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন, তাঁর গাইড ম্যানুয়েল আন্তোনিও ভাজ দা ভেগা, যিনি ফিনিস লাইন জুড়ে তাঁর সঙ্গে দৌড়েছিলেন, হাঁটুতে ভর করে বসেন।
তারপর অবিসংবাদিত ভঙ্গিতে তাঁকে বিয়ের প্রস্তাব জানান। একবার ভেবে দেখুন। কোয়ালিফাই করতে না পারার আক্ষেপ আর অন্যদিকে, নিজের জীবনের একটা নতুন অধ্যায় শুরু করতে পারার আবেগ। আক্ষেপ আর আবেগের মিশেল সত্যিই পৃথিবীর বিরলতম অনুভূতিগুলোর মধ্যে একটা। বিয়ের প্রস্তাবের উত্তরে তিনি “হ্যাঁ” বলেছিলেন। এই মারাত্মক সারপ্রাইজিং ট্র্যাক-সাইড প্রস্তাবটি ক্যামেরায় ধরা পড়ে। পড়ে এই ভিডিয়ো ভাইরাল হয়। প্রায় সমস্ত মানুষের মন জয় করতে পেরেছে এই ভিডিয়ো।
ভিডিয়োটি দেখে নিন:
?He *the guide* put a ring on it ?
?Guide proposed to ?? Cape Verde Para athlete after the 200m T11 heats.
??♀️ + ??♂️ Keula Nidreia Pereira Semedo & Manuel Antonio Vaz de Veiga #ParaAthletics #Paralympics #Tokyo2020
pic.twitter.com/f6a7aXxXGL— #ParaAthletics #Tokyo2020 (@ParaAthletics) September 2, 2021
কিছু প্রতিবন্ধী দৌড়বিদ যাঁরা চোখে দেখতে পান না, তাঁরা তাঁদের গাইডের সঙ্গে দৌড়ে থাকেন। তাঁদের কব্জির চারপাশে দড়ি দিয়ে বেঁধে এই দৌড় পরিচালনা করা হয়।
প্যারাএথলেটিক্সের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করা একটি জিআইএফ এই অসাধারণ মুহূর্তটি দেখিয়েছে। বুধবার মহিলা বিভাগের ২০০ মিটার দৌড়ের কিছুক্ষণ পরে ক্রীড়াবিদকে বিয়ের প্রস্তাব করেছিলেন তাঁর গাইড। মুহূর্তটি অন্যান্য ক্রীড়াবিদ এবং তাঁদের গাইডদের করতালির মাধ্যমে উদযাপন করতে দেখা যায়। ভাজ দা ভেইগা যখন তাঁর আঙুলে একটি আংটি রাখেন, তখন সেই অবস্থায় খুশিতে অভিভূত হয়ে পেরেইরা সেমেদো হাসেন।
ক্লিপটি টুইট করে প্যারালিম্পিক গেমসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল বলেছে, “মে দ্য টু অফ দেম রান টুগেদার ফর লাইফ!” ঠিকই তো। কি অসাধারণ সুন্দর একটা দৃশ্য। তার সঙ্গে কত যত্ন নিয়ে দেওয়া একটা ক্যাপশন, যার থেকে বোঝা যায় যে কম বেশি অনেকেই তাঁদের অনুভূতি বুঝতে পেরেছেন, কিছুটা হলেও।
#Paralympics proposal alert ?
Manuel Antonio Vaz da Veiga, guide to Keula Nidreia Pereira Semedo, popped the question after the women’s T11 200m heats
May the two of them run together for life! ❤️#Tokyo2020 #ParaAthletics pic.twitter.com/BYfWVwtwYm
— Paralympic Games (@Paralympics) September 2, 2021
অনেকেই পেরেইরা সেমেডোর উত্তেজনা শেয়ার করেছেন এবং নতুন জুটির প্রশংসা করেছেন। একজন ইউজার বলেছিলেন যে তাঁরা মাঠে এবং মাঠের বাইরে একটাই দল।
অনেকেই তাঁদের অভিনন্দন জানিয়েছেন এবং এই মুহূর্তটিকে অবিশ্বাস্য বলে মনে করেছেন।
তাঁর অফিসিয়াল প্যারালিম্পিক্স প্রোফাইলে, পেরেইরা সেমেডো জানিয়েছেন যে তাঁর গাইড তাঁর উপর একটি বড় প্রভাব ফেলেছেন। ২০১২ সালে, কেপ ভার্দে সরকার তাঁকে মেডেল অফ স্পোর্টস মেরিট দিয়ে সম্মানিত করেছিল।
আরও পড়ুন: পাকিস্তানের মন্ত্রী দাঁত দিয়ে ফিতে কাটলেন, শুরু হল তাঁকে ঘিরে মজার ট্রোলিং