Viral Video: পাকিস্তানের মন্ত্রী দাঁত দিয়ে ফিতে কাটলেন, শুরু হল তাঁকে ঘিরে মজার ট্রোলিং

ক্লিপটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে ইন্টারনেট ইউজাররা মন্ত্রীকে ট্রোল করা শুরু করে দিয়েছে। যদিও অনেকেই মন্ত্রীর এই স্পিরিটকে উৎসাহিত করেছেন।

Viral Video: পাকিস্তানের মন্ত্রী দাঁত দিয়ে ফিতে কাটলেন, শুরু হল তাঁকে ঘিরে মজার ট্রোলিং
Follow Us:
| Edited By: | Updated on: Sep 03, 2021 | 4:45 PM

কোনো অনুষ্ঠানের উদ্বোধনের জন্য রাজনৈতিক নেতাদের আমন্ত্রণ জানানো মানুষের কাছে কোন নতুন ঘটনা নয়। উদ্বোধন অনুষ্ঠানে ফিতে কাটার চলও আমাদের সকলের কাছেই সুপরিচিত। এমনকি ফিতে কাটার জন্য কাঁচির ব্যবহার যে হয় তাও আমাদের জানা। কিন্তু, উদ্বোধন অনুষ্ঠানে কখনও প্রধান অতিথিকে দাঁত দিয়ে ফিতে কাটতে দেখেছেন? পাকিস্তানে সম্প্রতি এমন দৃশ্য দেখা গেল, যখন একজন পাকিস্তানি মন্ত্রী সম্প্রতি একটি দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন। 

অনুষ্ঠানে তিনি তাঁর অস্বাভাবিক স্টাইলের জন্য সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করে দিয়েছেন। দাঁত দিয়ে ফিতা কাটা! এখন, এই ঘটনার একটি ভিডিয়ো ইন্টারনেটে ঝড় তুলেছে। অনেক ইন্টারনেট ইউজার ইতিমধ্যেই তাঁর এই ঘটনাকে ঘিরে সমালোচনার ঝড় তুলে দিয়েছেন।

কারাগার মন্ত্রী এবং পাঞ্জাব সরকারের মুখপাত্র ফাইয়াজ-উল-হাসান চোহানকে বৃহস্পতিবার তাঁর রাওয়ালপিন্ডি নির্বাচনী এলাকার একটি ইলেকট্রনিক্স দোকানের ফিতে কাটার আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি ফিতেটি কাটার চেষ্টা করেছিলেন কিন্তু পরিকল্পনা অনুযায়ী সেটা কাটা সম্ভব হয়নি। বেশ কয়েকবার করার চেষ্টা করার পর, মন্ত্রী বেশ কিছুটা অসহায়ভাবে আশেপাশের দর্শকদের দিকে তাকিয়ে হাসতে থাকেন।

ভিডিয়োটি দেখে নিন:

তারপরেই ঘটল সেই অবিসংবাদিত ঘটনা। তিনি চরম হাস্যকর ভঙ্গিতে দাঁত দিয়ে ফিতেটি কাটতে শুরু করেছিলেন। এই দৃশ্য দেখে সবাই হাসিতে ফেটে পড়েছিল।

মন্ত্রী নিজেই ভিডিয়োটি শেয়ার করেছেন এবং ব্যাখ্যা করেছেন কেন তিনি এভাবে ফিতে কাটার রাস্তা বেছে নিয়েছিলেন। “কাঁচি ভোঁতা এবং খারাপ” বলে তিনি বলেন, “মালিকের দোকানটিকে খোরাকের হাত থেকে বাঁচানোর জন্যই তিনি এই নতুন বিশ্ব রেকর্ড তৈরি করেছেন।”

ক্লিপটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে ইন্টারনেট ইউজাররা মন্ত্রীকে ট্রোল করা শুরু করে দিয়েছে। যদিও অনেকেই মন্ত্রীর এই স্পিরিটকে উৎসাহিত করেছেন। কিন্তু, সব মিলিয়ে এই ক্লিপ ইন্টারনেট দুনিয়ায় রীতিমত শোরগোল ফেলে দিয়েছে।

মন্ত্রীর এই কাজের মাধ্যমে বোঝাই যায় আজকের মিম দুনিয়ায় ভাইরাল হওয়ার জন্য যে কেউ উদার মানসিকতার পরিচয় দিতে পারছেন। অন্য সময় হলে হয়তো এই ধরনের ভিডিয়ো সেন্সর করে দেওয়ার একটা চেষ্টা করা হতো। কিন্তু মন্ত্রী নিজেই বেশ উৎসাহ সহকারে ভিডিয়োটি শেয়ার করেছেন। তিনি নিজেও ট্রোলগুলিকে স্বাগত করছেন।

একজন টুইটার ইউজার লিখছেন, “আমার মনে হয় ওনার জিভ দিয়ে ফিতে কাটার কারণ হল ওনার জিভ আর কাঁচির মধ্যে বিশেষ তফাৎ নেই।” আরও একজন ইউজার লিখেছেন, “প্রয়োজনীয়তাই আবিষ্কারের মূল (necessity is the mother of invention)।” আবার আরেকজন ইউজার লিখেছেন, “এটি ডাবর লাল দাঁত মাজনের জাদু।”

আরও পড়ুন: প্রকাশ্য রাস্তায় যুবককে চড়! তরুণীকে পাল্টা চড় মারলেন যুবকও, দেখুন ভিডিয়ো