Viral Video: হাই-টেনশন তারের উপর থেকে ঝুলছে, নেটিজ়েনরা বলছেন, ‘সরাসরি চার্জ নিচ্ছে বৈদ্যুতিক স্কুটার’

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jun 21, 2023 | 11:18 PM

Viral Video Today: এবার যে কাণ্ডটা ঘটল, তা সম্ভবত আপনি আগে কখনও দেখেননি। ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি দোকান সংলগ্ন হাই-টেনশন তারের গুচ্ছে একটি স্কুটার আটকে গিয়েছে। আর এই ভিডিয়ো দেখার পরে নেটিজ়েনরা মহা ধন্দে পড়ে গিয়েছেন। প্রশ্ন তুলেছেন, কীভাবে একটা স্কুটার এত উপরে হাই-টেনশন তারে উঠে পড়ল?

Viral Video: হাই-টেনশন তারের উপর থেকে ঝুলছে, নেটিজ়েনরা বলছেন, সরাসরি চার্জ নিচ্ছে বৈদ্যুতিক স্কুটার

Follow Us

Latest Viral Video: সোশ্যাল মিডিয়ায় এমনই সব ভিডিয়ো ভাইরাল হতে থাকে, যা আমাদের চোখ কপালে তুলে দেয়। কখনও কারও গান, কারও নাচ, কারও খুনসুটি, তারপরে আবার উদ্ভট সব কাণ্ড তো রয়েইছে। শুধু তাই নয়। মারপিট ঝগড়াঝাটির ভিডিয়োও ইন্টারনেটে সমানতালে ভাইরাল হয়। কিন্তু এবার যে কাণ্ডটা ঘটল, তা সম্ভবত আপনি আগে কখনও দেখেননি। ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি দোকান সংলগ্ন হাই-টেনশন তারের গুচ্ছে একটি স্কুটার আটকে গিয়েছে। আর এই ভিডিয়ো দেখার পরে নেটিজ়েনরা মহা ধন্দে পড়ে গিয়েছেন। প্রশ্ন তুলেছেন, কীভাবে একটা স্কুটার এত উপরে হাই-টেনশন তারে উঠে পড়ল?

জানা গিয়েছে, ঘটনাটি জম্মুর। গত 18 জুন সেখানে ঝড়ের কারণে তারে আটকে গিয়েছিল এই স্কুটারটি। যদিও অনেকেই এই ঘটনাকে অসম্ভব বলে দাবি করেছেন। আর এই ভিডিয়ো দেখার পরেই চোখ কপালে উঠেছে লোকজনের। তবে, কীভাবে ওই স্কুটার অত উপরে উঠল, তার কারণ খুঁজতেই ব্যস্ত তাঁরা।


ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। @swatic12 টুইটার হ্যান্ডেল থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, ‘স্কুটারটা ভাল জায়গায় পার্ক করে দিও বেটা। দিদি: হ্যাঁ, বাবা।’ প্রচুর মানুষ এই ভিডিয়োতে কমেন্ট করেছেন।

নেটিজ়েনরা এই ভিডিয়োতে মজাদার সব মন্তব্য করেছেন। একজন সবথেকে মজার কমেন্টটি করেছেন। লিখছেন, “সম্ভবত একটি বৈদ্যুতিক স্কুটার…..সরাসরি চার্জিং।”

Next Article