Shiva Temple Bihar: বিহারের এই মন্দিরে প্রত্যেক বছর বাড়ছে শিবলিঙ্গের উচ্চতা, প্রতিদিন হাজার-হাজার মানুষের ভিড়

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jun 21, 2023 | 7:29 PM

Shivling That Grows Taller: বিশ্বাস করা হয় যে, রাজা ভোজ বুধওয়া মন্দিরে মহাদেবের পুজো করতেন। তবে, মন্দির সম্পর্কে সবথেকে মজার তথ্যটি বোধহয় আপনার জানা নেই। আর তা যদি জানতে পারেন, তাহলে এখনই হয়তো ওই মন্দিরে একবার মহাদেবের দর্শন করতে ইচ্ছে হবে আপনার।

Shiva Temple Bihar: বিহারের এই মন্দিরে প্রত্যেক বছর বাড়ছে শিবলিঙ্গের উচ্চতা, প্রতিদিন হাজার-হাজার মানুষের ভিড়
এমন শিবলিঙ্গের কথা আপনি আগে শুনেছিলেন?

Follow Us

Shivling That Grows Taller: বিহারের (Bihar) ভোজপুর জেলার আরা শহরের বুধওয়া মহাদেব মন্দিরটিকে (Budhwa Mahadev Temple) দেশের অন্যতম প্রাচীন মন্দিরগুলির একটি হিসেবে বিবেচনা করা হয়। ভক্তরা বিশ্বাস করেন, এই মন্দিরের সঙ্গে মহাভারতের সরাসরি সংযোগ রয়েছে। মনে করা হয়, পাণ্ডবরা যখন নির্বাসনে ছিলেন, তখন এখানে এসেই তাঁরা শিবের পূজা করতেন। এমনকি এ-ও বিশ্বাস করা হয় যে, রাজা ভোজ বুধওয়া মন্দিরে মহাদেবের পুজো করতেন। তবে, মন্দির সম্পর্কে সবথেকে মজার তথ্যটি বোধহয় আপনার জানা নেই। আর তা যদি জানতে পারেন, তাহলে এখনই হয়তো ওই মন্দিরে একবার মহাদেবের দর্শন করতে ইচ্ছে হবে আপনার।

শুধু ঐতিহাসিক কারণে নয়। এই মন্দিরে ভক্তদের ভিড় জমানোর পিছনে রয়েছে অন্য একটা কারণ। ভক্তরা ব্যাপক ভাবে বিশ্বাস করেন যে, এই মন্দিরে হাজার-হাজার বছর আগে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ সময়ের সঙ্গে সঙ্গে লম্বা হয়েই চলেছে। সংবাদমাধ্যম News 18-এর একটি রিপোর্ট অনুযায়ী, শিবলিঙ্গটি প্রথমে খুবই ছোট অবস্থায় ছিল। কিন্তু এখন তা 4 ফুটেরও বেশি উচ্চতায় পৌঁছে গিয়েছে। মন্দিরের পুরোহিত মহন্ত অজিত মিশ্রও এই একই দাবি করে বলছেন,তাঁদের পূর্বপুরুষরা বহু প্রজন্ম ধরে মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন এবং তাঁরা সকলেই শিবলিঙ্গের উচ্চতা বৃদ্ধি হতে দেখেছেন।

শুধু তাই নয়। ভক্তরা বিশ্বাস করেন, এই শিবলিঙ্গের জল চর্মরোগ নিরাময় করে, যা এখানে ভিড় করার আরও একটি কারণ। প্রতিদিন প্রায় হাজার-হাজার শিবভক্ত এই মন্দিরে আসেন। তবে শ্রাবণ মাসে এবং বিশেষ করে শিবরাত্রির সময় বুধওয়া মহাদেব মন্দিরে সবথেকে বেশি ভিড় লক্ষ্য করা যায়। যদিও ঐতিহাসিক দিক থেকে দেখতে গেলে মহাভারতের যুগেও মন্দিরটির উপস্থিতির তথ্য ছাড়া আর সেভাবে কিছু জানা যায় না।

এখন আপনি যদি এর পরে কখনও বিহার যান এবং সেই রাজ্যের আরা শহরে ঘুরতে যান, তাহলে মহাদেবের এই মন্দিরটি দর্শন করতে ভুলবেন না।

Next Article