Viral Video: ছোট্ট ভাইকে বাঁচাতে জলপ্রপাতের এক্কেবারে ঢালে, দিদির সাহসিকতাকে নেটিজ়েনদের কুর্নিশ

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jul 31, 2023 | 8:12 PM

Viral Video Today: অনতিদূরেই ছিল ছোট্ট ছেলেটার মা-বাবা এবং পরিবারের অন্যান্য লোকজন। বাচ্চা ও তার দিদির আর্তনাদ শুনে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে যায় তাদের মা-বাবা। তারপর সৌভাগ্যক্রমে তাঁরা সকলে মিলে তাঁদের দুই সন্তানকেই সেই বিপজ্জনক পরিস্থিতি থেকে উদ্ধার করতে সক্ষম হন।

Viral Video: ছোট্ট ভাইকে বাঁচাতে জলপ্রপাতের এক্কেবারে ঢালে, দিদির সাহসিকতাকে নেটিজ়েনদের কুর্নিশ
ভাইকে বাঁচাতে দিদির দুঃসাহসিক পদক্ষেপ!

Follow Us

Latest Viral Video: জলপ্রপাতের এক্কেবারে ঢালে পৌঁছে গিয়েছিল বাচ্চা ছেলেটা। সেই তাকেই বাঁচিয়ে নিলে এল তার দিদি। ভাইবোনের অটুট সম্পর্কের এই ভিডিয়ো টুইটার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, টি-শার্ট পরিহিত ছোট্ট একটা ছেলে জলপ্রপাতের মাঝখানে আটকে যায়। সে সময় জলের প্রবাহও ছিল তীব্র এবং নিচের খাদটিও ছিল বিরাট গভীর।

খুব সম্ভবত ছোট্ট ছেলেটি খেলতে-খেলতে এরকম একটা ভয়ঙ্কর জায়গায় পৌঁছে যায়। শিশুটিকে দেখা যায়, কোনও রকমে একটা পাথর ধরে ঝুলে থাকতে। আর তাকে শক্ত করে আঁকড়ে ধরে রয়েছে তার দিদি। অনতিদূরেই ছিল ছোট্ট ছেলেটার মা-বাবা এবং পরিবারের অন্যান্য লোকজন। বাচ্চা ও তার দিদির আর্তনাদ শুনে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে যায় তাদের মা-বাবা। তারপর সৌভাগ্যক্রমে তাঁরা সকলে মিলে তাঁদের দুই সন্তানকেই সেই বিপজ্জনক পরিস্থিতি থেকে উদ্ধার করতে সক্ষম হন।


গত 11 জুলাই ভিডিয়োটি টুইটার সহ অন্যান্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা হয়। নেটিজ়েনরা এই ভিডিয়ো দেখে নানাবিধ মন্তব্য করেছেন। তাঁদের কেউ বলেছেন, এখানে বাচ্চাটির মা ওই মহিলা। কেউ কউ এমনও বলেছেন, এরা আসলে ভাই-বোন নয়, ওরা মা-সন্তান। টুইটার ব্যবহারকারী @JrRezvani জানাচ্ছেন, ভিডিয়োটি ইরানের শহর রেজ়ভানশরের।

এদিকে ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, ‘প্রতি বছর গ্রীষ্মকালে উত্তর ও পশ্চিমাঞ্চলে এমন ঘটনা ঘটে। তেহরানের পর্যটকরা সাইনবোর্ড উপেক্ষা করেন, তার ফলেই এমনটা হয় তাঁদের সঙ্গে।’ কয়েক হাজারেরও বেশি মানুষ ইতিমধ্যেই এই ভিডিয়োটি দেখে ফেলেছেন। কমেন্টও করেছেন অনেকে। কেউ বলছেন, ‘খুবই সাহসী কাজ।’ কেউ আবার যোগ করলেন, ‘অত্যন্ত সাহসিকতার সঙ্গে উদ্ধার করা হয়েছে বাচ্চাটিকে।’

Next Article