Viral Video: ভাত শেষ, নিজের অংশটাই স্বামীর অগোচরে তাঁকে তুলে দিলেন স্ত্রী, নেটিজ়েনদের অপছন্দের ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Aug 01, 2023 | 9:15 AM

Viral Video Today: স্বামীর খাওয়া প্রায় শেষ। আর সেই সময় তিনি স্ত্রীর কাছে একটু ভাত চান। কিন্তু ভাত যে শেষ। তখন স্ত্রী তাঁর স্বামীর অগোচরেই নিজের থালা থেকে একটু ভাত স্বামীর থালায় ঢেলে দিলেন। যদিও নেটিজ়েনরা কিন্তু মহিলার এহেন ত্যাগের বিন্দুমাত্র প্রশংসা করেননি।

Viral Video: ভাত শেষ, নিজের অংশটাই স্বামীর অগোচরে তাঁকে তুলে দিলেন স্ত্রী, নেটিজ়েনদের অপছন্দের ভিডিয়ো
স্বামীকে তাঁর ত্যাগ বুঝতেই দিলেন না স্ত্রী।

Follow Us

Latest Viral Video: সম্পর্কে একজন অপরজনকে খুশি রাখতে কত কী-ই না করতে পারেন! সম্প্রতি ইন্টারনেটে একটি ভিডিয়ো ঘুরে বেড়াচ্ছে। সেখানে দেখা যাচ্ছে, স্বামী-স্ত্রী দুজনে খেতে বসেছেন। স্বামীর খাওয়া প্রায় শেষ। আর সেই সময় তিনি স্ত্রীর কাছে একটু ভাত চান। কিন্তু ভাত যে শেষ। তখন স্ত্রী তাঁর স্বামীর অগোচরেই নিজের থালা থেকে একটু ভাত স্বামীর থালায় ঢেলে দিলেন। যদিও নেটিজ়েনরা কিন্তু মহিলার এহেন ত্যাগের বিন্দুমাত্র প্রশংসা করেননি।

ইনস্টাগ্রামে টিমসি জৈন নামের এক মহিলা ভিডিয়োটি শেয়ার করেছেন। টিমসি তাঁর এই ইনস্টা অ্যাকাউন্ট থেকে স্বামী, সন্তানের সঙ্গে রোজনামচার সংসারের নানাবিধ ভিডিয়ো শেয়ার করেন। ভিডিয়োতে দেখা গিয়েছে, রাত্রিবেলা টেবিলে খেতে বসেছেন স্বামী এবং স্ত্রী। ওই ব্যক্তি তাঁর নিজের খাবারের অংশটি শেষ করে ফেলেছেন। আর সে সময় তিনি মোবাইলে মগ্ন। তখনই স্ত্রীর কাছে আর কিছুটা ভাতের অনুরোধ করে বসেন।


এদিকে স্ত্রী ক্যাসারোল খুলে দেখেন, তাতে আর ভাত অবশিষ্ট নেই। চুপচাপ তিনি তখন লুকিয়ে নিজের অংশ থেকেই কিছুটা ভাত তুলে প্রথমে ক্যাসারোলের মধ্যে রাখেন এবং তাঁর স্বামীকে পরিবেশন করেন। এদিকে স্বামী তাঁর স্ত্রীর ‘ত্যাগ’ সম্পর্কে উদাসীনই থাকেন। কারণ, তিনি যে তখনও মোবাইলেই ব্যস্ত ছিলেন।

ভিডিয়োটা ভাইরাল হয়েছে ঠিকই। তবে তা নেটিজ়েনদের অপছন্দ হয়েছে। একজন ব্যবহারকারী লিখলেন, ‘লোকটা যে ফোনে ব্যস্ত। স্ত্রীর ভালবাসা ও যত্ন তিনি উপেক্ষাই করে গেলেন।’ আর একজন যোগ করলেন, ‘পুরুষরাই এতটা অসম্মানজনক হতে পারে। এখানে রোম্যান্টিক হওয়ার কিসসু নেই।’ তৃতীয় জন জুড়লেন, ‘কেন মহিলারাই শুধু ত্যাগ করবে, তাঁর পুরুষকে বুঝতে পর্যন্ত দেবে না?’

Next Article