এই সোশ্যাল মিডিয়ায় প্রাণীজগতের এমন কিছু ভিডিয়ো থাকে, যা আমাদের অবাক করে দেয়। অলস সিংহের শিকারের ভিডিয়ো হোক বা ভয়ঙ্কর কোনও সামুদ্রিক প্রাণীর হঠাৎ হানা, আমাদের প্রাণে ভয় ধরিয়ে দেয়। এদের মধ্যে সাপের ভিডিয়ো নিয়েও সোশ্যাল মিডিয়ায় একটা আলাদা উন্মাদনা থাকে। সাপদের নিয়ে জঙ্গলের বিভিন্ন প্রাণীর বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যায়। কেউ সাপেদের খুবই ভয় পায় কেউ আবার জাস্ট পাত্তা পর্যন্ত দেয় না! সেরকমই কাণ্ড ঘটাল ছোট্ট একটি কিউট স্লথ। বিশালাকার একটি অ্যানাকোন্ডার উপর দিয়ে সে হেঁটে বেরিয়ে গেল, পাত্তা পর্যন্ত দিল না!
X প্ল্যাটফর্মে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে @AMAZlNGNATURE নামক একটি হ্যান্ডেল থেকে। ভিডিয়োতে দেখা গেল, একটি স্লথ এবং একটি অ্যানাকোন্ডাকে। অলস অ্যানাকোন্ডা ধীরে ধীরে এগোচ্ছিল তার পথ ধরে। আর সেই পথ অতিক্রম করেই যেতে হত স্লথটিকে। সে তখন নির্ভীক ভাবে সাপের উপরে উঠে যায়। তারপর পথ অতিক্রম করে। সাপটি প্রথমে ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে যায়, তারপরে টুকটুক করে পিছিয়ে যায়।
Sloth fearlessly crawls past an anaconda pic.twitter.com/hL9Lvvn36a
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) November 2, 2023
গত 2 নভেম্বর ভিডিয়োটি আপলোড করা হয়েছিল এক্স মাধ্যমে। তারপর থেকে তা ব্যাপক ভাইরাল হয়েছে। এর মধ্যেই ভিডিয়োর ভিউ 11 মিলিয়ন ছাপিয়ে গিয়েছে। অসংখ্য লাইকও পড়েছে ভিডিয়োতে, কমেন্টেরও বন্যা বয়ে গিয়েছে এক প্রকার। নেটিজ়েনরা মজাদার সব মন্তব্য করেছেন ভিডিয়োতে।
একজন লিখলেন, ‘ভাগ্যবান ওই স্লথ। কারণ, অ্যানাকোন্ডা মোটেই ক্ষুধার্ত ছিল না।’ দ্বিতীয় জনের বক্তব্য, ‘স্লথের দুর্বল দৃষ্টি। সে বোধহয় অ্যানাকোন্ডাকে দেখতেই পায়নি।’ তৃতীয় জন জুড়লেন, ‘অ্যানাকোন্ডা বস ভেবে স্লথটিকে রাস্তা ছেড়ে দিয়েছে।’