Viral Video: এভাবেও মাছ ধরা যায়! ছোট্ট ছেলের অসাধারণ কৌশল দেখে হতবাক নেটদুনিয়া

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

May 01, 2023 | 8:20 AM

Viral Video Today: মাছ ধরতে তো এতদিনে বোধহয় অনেক পন্থাই নজরে এসেছে আপনার। কিন্তু এই বাচ্চাটা (Little Boy) যা করে দেখাল, তা দেখলে আপনার চক্ষু চড়কবৃক্ষে উঠবে! ক্লিপটিতে দেখানো হয়েছে, ছোট্ট ছেলেটার মাছ (Fishing) ধরার আশ্চর্যজনক কৌশল।

Viral Video: এভাবেও মাছ ধরা যায়! ছোট্ট ছেলের অসাধারণ কৌশল দেখে হতবাক নেটদুনিয়া
ছোট্ট ছেলেটার মাঝ ধরার কায়দা দেখে সকলে অবাক!

Follow Us

Latest Viral Video: এই পৃথিবীতে সত্যিই প্রতিভার কোনও অভাব নেই। প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় তার একাধিক উদাহরণ দেখি আমরা। বাচ্চা থেকে বুড়ো সকলেই নিজেদের প্রতিভার প্রমাণ দিয়ে চলেছেন, প্রতিদিন, প্রতিনিয়ত। সেরকমই একটা ভিডিয়ো আবারও খুব ভাইরাল হয়েছে। সেখানে একটা বাচ্চা ছেলের প্রতিভা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। মাছ ধরতে তো এতদিনে বোধহয় অনেক পন্থাই নজরে এসেছে আপনার। কিন্তু এই বাচ্চাটা (Little Boy) যা করে দেখাল, তা দেখলে আপনার চক্ষু চড়কবৃক্ষে উঠবে! ক্লিপটিতে দেখানো হয়েছে, ছোট্ট ছেলেটার মাছ (Fishing) ধরার আশ্চর্যজনক কৌশল।

টুইটারে দ্য বেস্ট নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ছোট্ট ভিডিয়োতে দেখা গেল, বাচ্চা ছেলেটা একটি অগভীর জলাশয়ের ধারে দুটো কাঠের দণ্ড মাটিতে গেঁথে দেয় হাতুড়ি দিয়ে। আর সেই কাঠের লাঠি দুটির মাঝে রয়েছে একটি ঘুড়ির লাটাইয়ের মতো একটা জিনিস, যাতে অনেক সুতো রয়েছে। যন্ত্রটার একটা হাতলও রয়েছে, যা দিয়ে সুতো বাড়িয়ে বা কমিয়ে নেওয়া যেতে পারে। সেখান থেকেই একটি সুতো বের করে তাতে ভাল করে একটা ময়দার ড্যালা লাগিয়ে দেয় এবং সেটিকে জলে নিক্ষেপ করে।


তারপর সে কিছুক্ষণ অপেক্ষা করল। লাটাইয়ের মাঞ্জাটা ঘুরতে শুরু করল এবং সুতোটা ডাঙার দিকে টানার চেষ্টা করল ছেলেটা। তখনই দেখা গেল, সে বেশ বড় বড় দুটো মাছ ধরতে সক্ষম হয়েছে। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, “সংকল্প + চাতুর্য + ধৈর্য = সাফল্য”।

ভিডিয়োটি অনলাইনে শেয়ার করার পর এক মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ছোট ছেলেটির দক্ষতা দেখে অবাক হয়েছিলেন। একজন লিখেছেন, “এভাবেও যে মাছ ধরা যায়, ছোট্ট ছেলেটা আমাদের শিখিয়ে দিল।” আর একজন যোগ করে বলছেন, “এর থেকে স্মার্ট ফিশিং আমি এখনও পর্যন্ত দেখিনি।”

Next Article