Latest Viral Video: চলন্ত স্কুটার বা বাইকে স্টান্ট দেখানো সব সময়ই ভয়ঙ্কর। কিন্তু জীবনকে এক প্রকার বুড়ো আঙুল দেখিয়েই সেই বাইক বা স্কুটার থেকে অনেকেই স্টান্ট দেখান। সাম্প্রতিক অতীতে আমরা এমন অনেক ভিডিয়োতে প্রেমিক-প্রেমিকাদের চলন্ত স্কুটার-বাইকে অত্যন্ত ঘনিষ্ঠ অবস্থায় থাকতে দেখেছি। সেরকমই একটা ঘটনা ফের প্রকাশ্যে এসেছে, যা নিয়ে ওই যুগলকে সোশ্যাল মিডিয়ায় তীব্র নিন্দিত হতে হয়েছে। সেখানে দেখা গিয়েছে, ওই যুগলে চলন্ত স্কুটারেই চুম্বন (Kissing) করছেন। ছত্তিসগঢ়ের বিলাসপুরের (Bilaspur) এই ঘটনা নিয়ে তীব্র শোরগোল বেঁধে গিয়েছে। পুলিশ উভয়কে ধরার পর ফাইন করে এবং স্কুটারটি (Scooter) আটক করে। ঘটনার একটি ভিডিয়োও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, যা ব্যাপক ভাইরালও হয়েছে।
সদ্য ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, গার্লফ্রেন্ডকে স্কুটারের সামনে বসিয়ে সেটিকে চালাচ্ছেন বয়ফ্রেন্ড। গার্লফ্রেন্ড কিন্তু তাঁর বয়ফ্রেন্ডের দিকেই মুখ করেছিলেন। অর্থাৎ একে অপরের দিকে মুখ করে থাকা অবস্থাতেই চলছিল স্কুটারটি। সেই অবস্থাতেই রোম্যান্স চলছে দুজনের। তারপরই গার্লফ্রেন্ড তাঁর বয়ফ্রেন্ডকে জড়িয়ে ধরে ঠোঁটে চুমু খেয়ে লিপ লক করে! সেই সময়ই পিছনে আর একটি স্কুটার থেকে ভিডিয়োটি রেকর্ড করা হয়। সেই ভিডিয়োই এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল।
अरे! कोई तो बताओ अब इस प्यार को क्या नाम दिया जाए? ??#Bilaspur #Chhattisgarh #viralvideo #lovebirds pic.twitter.com/nsVStbYc94
— Govinda Prajapati (@govinda__p) April 28, 2023
ভিডিয়োতেও দেখা গিয়েছে এবং জানা গিয়েছে, ওই স্কুটারের নম্বর CG28K4059। প্রেমিক যুগলে ওই রকম অন্তরঙ্গ অবস্থায় ছত্তিসগঢ়ের বিলাসপুর শহরটা স্কুটার নিয়ে একপ্রকার চষে বেড়ায়। পুলিশসূত্রে জানা গিয়েছে, প্রথমে যুগলকে বিলাসপুরের রঘুরাজ স্টেডিয়ামের পিছনে ইমলিপাড়াতে দেখা গিয়েছে। তারপর তাঁরা সেখান থেকে পুরনো বাসস্ট্যান্ড থেকে শিব টকিজ়ের সামনে যায়। সেখানকার টিকরাপাড়া যাদব লোকালয়ের মানুষজনও তাঁদের এরকম অন্তরঙ্গ অবস্থায় দেখেছিলেন বলে জানিয়েছেন।
ভিডিয়োটি ভাইরাল হতেই পুলিশ তড়িঘড়ি ব্যবস্থা নেয়। বিলাসপুরের ট্রাফিক পুলিশের ডিএসপি সঞ্জয় সাহু জানিয়েছেন, ভিডিয়ো ভাইরাল হওয়ার আধ ঘণ্টার মধ্যেই পুলিশ ওই দম্পতিকে খুঁজে পায়। স্কুটার চালক যুবককে থানায় ডেকে তিরস্কার করা হয়। প্রকাশ্যে এই অশ্লীল কাজের জন্য এবং স্কুটিতে ভুল ভাবে বসার জন্য তাঁদের চালানও করা হয়েছে। সেই সঙ্গে 8,800 টাকা জরিমানাও করা হয়েছে ওই যুগলকে।