Latest Viral Video: জীবন যে পথে চলে স্বাভাবিক নিয়মেই সে পথে অনেক ঝুঁকিও থাকে। শুধু মানুষের জীবন কেন! কোম্পানির জীবন, একটা গাড়ি জীবন, জঙ্গলের প্রাণীদের জীবন- প্রত্যেকটা জীবনেরই চলার পথটা কাঁটায় পরিপূর্ণ। সে কাঁটার রাস্তা অতিক্রম করতে জানলেই তবে সেখানে গোলাপের পাপড়ি বিছানোর সামান্য আশাটুকু করা যায়। তবে রিস্ক বা ঝুঁকি যেমন আসবেই, তেমনই তা মোকাবিলা করাটাও শিখে রাখতে হবে। একটা ছোট্ট বাচ্চা (Little Boy) সেই রিস্ক ম্যানেজমেন্টের (Risk Management) কাজটাই যে ভাবে করে দেখাল, বড়দেরও হাঁ হয়ে তা দেখতে হবে।
ভিডিয়োটি লিঙ্কডইনে শেয়ার করা হয়েছে। মাত্র 1 মিনিট 13 সেকেন্ডের ভিডিয়ো। কিন্তু তা যে কী বিরাট বার্তা আপনার জীবনে দিয়ে যেতে পারে, তা আপনি স্বপ্নেও কল্পনা করতে পারবেন না। ভিডিয়োতে দেখা গিয়েছে, ওই বাচ্চাটি খাট থেকে নামতে যাচ্ছিল। কিন্তু খাটের নিচের দিকটা তার নজরে যেতেই সে বুঝে যায়, এভাবে নামতে গেলে বিপদ হতে পারে। তারপরে সে কীর করল জানেন?
ছোট্ট ছেলেটার কাজে সত্যিই অবাক হতে পারেন বড়রাও। দেখা গেল, বাচ্চাটা বিছানা থেকে এক এক করে বালিশগুলোকে মেঝেতে নামিয়ে দিল। তারপর সেই বালিশগুলোর উপরেই ভর করে খাট থেকে নিচে নামল বাচ্চাটা। এবার আপনিই বলুন, এমন বুদ্ধিমান ছোট্ট ছেলে বড় হলে কী করবে?
অলভিন ফু নামের এক লিঙ্কডইন ব্যবহারকারী এই ভিডিয়োটি শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, “ঝুঁকির মোকাবিলা কীভাবে করতে হয়, ব্যাখ্যা করল এই ছোট্ট ছেলেটি।” পাশাপাশি তিনি এই ভিডিয়োর পরিপ্রেক্ষিতেই রিস্ক ম্যানেজমেন্টের ধাপগুলিও এক-এক করে লিখে দিয়েছেন। দেড় লাখের কাছাকাছি ভিউ হয়েছে ভিডিয়োটির। 18,000-এর বেশি বার রিপোস্ট হয়েছে এবং 4,000 এরও বেশি মানুষ এই ভিডিয়োটি লাইক করেছেন।
ওই লিঙ্কডইন ব্যবহারকারীর কাছে রিস্ক ম্যানেজমেন্ট হল-
* ঝুঁকি চিহ্নিত করা এবং তার বিশ্লেষণ করা।
* সম্ভাব্য সমাধান নিয়ে পর্যালোচনা করা।
* সমাধানের বাস্তবায়ন করা।
* আর কোনও পরিবর্তন দরকার কি না, তা খতিয়ে দেখা।
* পদক্ষেপ নেওয়া।