Viral: মলত্যাগ করতে গিয়ে মহাবিপদ! কোমডে বসে গেম খেলছিলেন এক ব্যক্তি, নিতম্বে কামড় দিল ভয়ঙ্কর সাপ

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

May 26, 2022 | 2:17 PM

Snake Bites Man on His Butt: প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাথরুমে কোমডে সবে মাত্র বসেছিলেন এক ব্যক্তি। মোবাইলে গেম খেলছিলেন। এমন সময়েই তাঁর নিতম্বে কামড় দেয় বিশালাকার একটি পাইথন।

Viral: মলত্যাগ করতে গিয়ে মহাবিপদ! কোমডে বসে গেম খেলছিলেন এক ব্যক্তি, নিতম্বে কামড় দিল ভয়ঙ্কর সাপ
ভয়ঙ্কর ঘটনা। বাথরুমে অন্যমনস্ক থাকার পরিণাম।

Follow Us

এর থেকে বড় দুঃস্বপ্ন বোধ হয় আর কিছু হতে পারে না। বাথরুমে ঢুকেছিলেন মালয়েশিয়ার ২৮ বছরের এক ব্যক্তি। মলত্যাগ করতে কোমডে বসেছিলেন তিনি। মন দিয়ে গেম খেলছিলেন। আর সেই সময়ই তাঁর নিতম্বে কামড় বসায় একটি ভয়ঙ্কর সাপ (Snake)। মালয়েশিয়ার (Malaysia) স্থানীয় সংবাদপত্র দ্য স্টারের একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম সাবরি তাজ়ালি। গেম খেলায় বুঁদ থাকেন তিনি। প্রতিদিনের মতো এ দিনও বাথরুমে গিয়ে গেম খেলছিলেন, করছিলেম মলত্যাগও। আর সেই সময়ই তাঁর নিতম্বে একটি সাপে কামড়ায়। ঠিক যে সময়ে তিনি বুঝে ওঠেন যে, তাঁকে কিছু একটা কামড়েছে, তখনই উঠে দাঁড়িয়ে পড়েন। দেখতে পান, তাঁর নিতম্বে দাঁত বসিয়ে সাপটি রীতিমতো ঝুলছে। ট্যুইটারে এই সাপের ছবিও শেয়ার করা হয়েছে। ব্যাপক ভাইরাল (Viral) হয়েছে সেই ছবি।


ঘটনায় তীব্র শঙ্কিত হন মালয়েশিয়ার ওই সাবরি তাজ়ালি নামের ব্যক্তিটি। ধাক্কা দিয়ে সাপটিকে ফেলে দেন এবং ভয়ে চিৎকার করতে করতে বাথরুম থেকে বেরিয়ে যান। এরপরই তিনি যোগাযোগ করেন স্থানীয় উদ্ধারকারী দলের সঙ্গে। পরবর্তীতে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করে। সূত্র মারফত জানা গিয়েছে, ওই সাপটি ছিল পাইথন। কিন্তু ভাগ্যক্রমে, সাপটির কোনও বিষ ছিল না। তারপরই সাবরি হাসপাতালে পৌঁছে যান এবং অ্যান্টি-টিটেনাস শটও নিয়ে নেন।

সাবরি পুরো ঘটনাটিকে দুর্ভাগ্যজনক মুহূর্ত হিসেবে ব্যাখ্যা করেছেন। তিনি আরও জানিয়েছেন যে, ঘটনাটি মার্চ মাসের। টয়লেটে থাকা অবস্থায় এবং তার পরবর্তীতে সাপটিকে উদ্ধার করার মুহূর্তের ছবিও শেয়ার করেছেন তিনি। সেই ছবিই খুব ভাইরাল হয়েছে। ছবিতে দেখা গিয়েছে, কোমডের পাশে কুঁকড়ে বসে রয়েছে সাপটি।

সাবরি তাজ়ালি ঘটনার বর্ণনা দিতে বলেছেন, “দু’সপ্তাহ পরে আমি ক্ষতস্থানটি পরীক্ষা করে দেখেছিলাম, সেখানে তখনও সাপের দাঁত বসানোর দাগ ছিল। এমনকী তাদর দাঁতের কিছুটা অংশও ছিল। তার কারণ হল, সাপটা যখন আমাকে কামড়েছিল, আমি তখন ওকে ধাক্কা দিয়েছিলাম। ফলে, সাপটার দাঁত ভেঙে গিয়েছিল।”

মালয়েশিয়ার সাবরি তাজ়ালি এখনও যেন ঘটনার ঘোর কাটিয়ে উঠতে পারছেন না। তিনি জানিয়েছেন যে, বাথরুমের কোমডটি পরিবর্তন করেছেন। ঘটনায় তিনি এতটাই ভয় পেয়েছিলেন যে, পরবর্তী দুই সপ্তাহ আর বাড়ির বাথরুমেই যাননি। বাড়ির অনতিদূরেই একটি মসজিদের টয়লেট ব্যবহার করছিলেন তিনি।

Next Article