Latest Viral Video: ATM আমাদের জীবনে এখন খুবই জরুরি। পকেটের টাকা শেষ হয়ে গেলেই আমাদের ছুটতে হয় এটিএমে। তুলে নিতে হয় যতটা দরকার, ততটা টাকার। না, ব্যাঙ্কে গিয়ে আপনার টাকা তোলার দিন এখন শেষ। অটেমেটেড টেলার মেশিন মানুষের জীন এখন অনেকটাই সহজ করে দিয়েছে। অনেকটা সময় আপনার বাঁচাতে পারে একটা ATM। এখন আপনি ধরুন একটা এটিএমে গেলেন টাকা তুলতে। আর সেখানে গিয়ে দেখলেন একটা সাপ আপনার দিকে চেয়ে রয়েছে। কেমন প্রতিক্রিয়া হবে বলুন তো আপনার? ভয় ধরবে তো নাকি? সদ্য ভাইরাল হওয়া একটি ভিডিয়ো দেখলে আপনি এরপরের বার ATM-এ টাকা তুলতে যাওয়ার আগে একটু ভাববেন!
একটি ভিডিয়ো টুইটার থেকে ফেসবুক সর্বত্র ঘুরে বেড়াচ্ছে। সেখানে দেখা গিয়েছে, একটি বিশালাকার সাপ টুকটুক করে উঠছে একটি এটিএম কিয়স্কের উপরে। তারপর তাকে কিছুক্ষণ এটিএমের স্ক্রিনেও স্ক্রল করতে দেখা গেল। পরক্ষণেই সাপটিকে দেখা গেল, কিয়স্কের একটি ছিদ্রর ভিতর দিয়ে এক্কেবারে সেখানে ঢুকে পড়তে। ব্যস! সেখান থেকে আর সাপটি বেরোতে পারেনি। টাকা তোলার মেশিনেপ ভিতরেই ঢুকে বসেছিল সে।
Kya saanp ko bhi paise ki jarurat padti hai?
??????? pic.twitter.com/10YH3Vm7Oz— Hasna Zaroori Hai ?? (@HasnaZarooriHai) July 8, 2023
এখন একবার ভেবে দেখুন, ওই এটিএম কিয়স্কে পরবর্তীতে যে ব্যক্তি টাকা তুলতে আসবেন, কী অবস্থা হবে তাঁর? নেটপাড়ার লোকজনও এই প্রশ্নই তুলেছেন। তাঁরা দাবি করছেন, যিনি টাকা তুলতে আসবেন তিনি টাকা পাবেন নাকি টাকার পরিবর্তে তাঁর জন্য এই সাপটি বেরিয়ে আসবে?
টুইটারে হাসনা জরুরি হ্য়য় নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ব্যাপক ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। প্রায় 55 হাজারের কাছাকাছি ভিউ এই ভিডিয়োর। নেটিজ়েনদের একজন লিখছেন, ‘এটিএম থেকে এবার টাকার পরিবর্তে মহাদেবের আশীর্বাদ নিয়ে যাবেন মানুষ।’ দ্বিতীয়জনের বক্তব্য, ‘শ্রাবণ মাসে তো সাপেদেরও টাকার প্রয়োজন হতে পারে!’