Viral Video: ভিড়ে ঠাসা লোকাল ট্রেনে ঢুকে পড়ল সাপ! মহিলাদের বগিতে হুলস্থুল কাণ্ড

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Sep 14, 2023 | 11:41 PM

Viral Video Today: লোকাল ট্রেনে মহিলাদের কামড়ায় উঠে পড়েছিল সাপটি। ট্রেনে যখন প্রচণ্ড ভিড়, কিছু মহিলা হঠাৎই সাপ-সাপ বলে চিৎকার করতে থাকেন। আর যেই না সাপ বলা, সঙ্গে সঙ্গে ওই কামড়ায় তীব্র শোরগোল বেঁধে যায়। মহিলারা যে যাঁর আসন থেকে উঠে এসে দরজার সামনে ভিড় করতে থাকেন।

Viral Video: ভিড়ে ঠাসা লোকাল ট্রেনে ঢুকে পড়ল সাপ! মহিলাদের বগিতে হুলস্থুল কাণ্ড
মুম্বই লোকালে হুলস্থুল কাণ্ড!

Follow Us

Latest Viral Video: লোকাল ট্রেন হল মুম্বইয়ের লাইফ লাইন। ভিড়ে ঠাসা সেই মুম্বই লোকালের অনেক ভিডিয়ো আমাদের নজরে আসে। কখনও যাত্রীদের মধ্যে বসার আসন নিয়ে লড়াই, কখনও আবার বাড়ি ফেরার পথে একসঙ্গে গান গেয়ে জীবনের সুর একসূত্রে গাঁথা- এই সবকিছুই দেখেছি আমরা। তবে এবার সাপ ঢুকে পড়ল মুম্বই লোকালে। আর তা নিয়ে যাত্রীদের মধ্যে চূড়ান্ত ভয়ের পরিবেশ তৈরি হয়েছিল, যার সামাল দিতে পুলিশকে আসরে নামতে হয়। ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

লোকাল ট্রেনে মহিলাদের কামড়ায় উঠে পড়েছিল সাপটি। ট্রেনে যখন প্রচণ্ড ভিড়, কিছু মহিলা হঠাৎই সাপ-সাপ বলে চিৎকার করতে থাকেন। আর যেই না সাপ বলা, সঙ্গে সঙ্গে ওই কামড়ায় তীব্র শোরগোল বেঁধে যায়। মহিলারা যে যাঁর আসন থেকে উঠে এসে দরজার সামনে ভিড় করতে থাকেন। ভাগ্যক্রমে ট্রেনটি তখন তার গতি সামান্য কমিয়েছিল। কারণ, পরবর্তী স্টেশনটি কাছেই ছিল।


ঠিক পরবর্তী স্টপেজ আসার সঙ্গে সঙ্গেই অনেক মহিলা ট্রেন থেকে নেমে যান। সে সময় বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ওই কামড়ায় ওঠে। ওই স্টপেজ থেকে যাঁরা ট্রেনে চড়বেন, তাঁরাও উঠতে পারছিলেন না। এমন সময় একজন পুলিশ এসে বলেন, ট্রেনে কোনও সাপ পাওয়া যায়নি। এখন এই নিয়ে নেটিজ়েনরা মজাদার কিছু মন্তব্য করেছেন সোশ্যাল মিডিয়ায়।

ইনস্টাগ্রামে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে @aamchi_mumbai নামক একটি অ্যাকাউন্ট থেকে। নেটিজ়েনদের একজন মজা করে বলছেন, ‘ভিড়ে ঠাসা যে ট্রেনে পিঁপড়ে ঢোকার জায়গা পায় না, সেখানে সাপ এসে মহিলাদের জায়গা দখল করেছিল।’ আর একজন যোগ করে বললেন, ‘একজন মহিলাই এই কাজ করেছেন, যিনি বসার জায়গার জন্য লড়াই করছিলেন। ভেবেছিলেন সাপ-সাপ বলে চিৎকার করলেই সকলে আসন ছেড়ে দেবে।’

Next Article