Optical Illusion: আপনার দৃষ্টিকোণ ঘুরিয়ে দিতে পারে এই ভিডিয়ো, 17 সেকেন্ড মনযোগ দিয়ে দেখুন

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Sep 14, 2023 | 11:12 PM

Optical Illusion Video: ভিডিয়োতে একটা গোলাকার জিনিসকে ঘুরতে দেখা গিয়েছে। দেখে মনে হচ্ছে যেন, সেই গোলাকার জিনিসটার অনেক স্তর রয়েছে। কিন্তু এই সব তখনই মনে হচ্ছিল, যখন ক্যামেরা দূর থেকে গোলাকার ঘুরন্ত বস্তুটিকে দেখাচ্ছিল। ক্যামেরা যখন সামনে এল, তখন বোঝা গেল ওই গোলাকার বস্তুটি আসলে কী! আর তা জানতে গেলে আপনাকে এই ভিডিয়ো দেখতেই হবে।

Optical Illusion: আপনার দৃষ্টিকোণ ঘুরিয়ে দিতে পারে এই ভিডিয়ো, 17 সেকেন্ড মনযোগ দিয়ে দেখুন
কিছু বুঝতে পারলেন?

Follow Us

Latest Optical Illusion: অপটিক্যাল ইলিউশন নিয়ে আজকাল চর্চা সর্বত্র। এই ধরনের ছবি বা ভিডিয়ো আসলে একপ্রকারের ধাঁধা। এখানে আপনার নজরে আসে কিছু, কিন্তু আদতে দেখা যায় তা ঠিক নয়। আবার আপনাকে এমন কিছু খুঁজতে বলা হয়, তা আপনার নজরেই আসে না। আর যখন তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়, তখন আপনি ভাবতে থাকেন- এতো সামনেই ছিল। এই ধরনের ছবিগুলি আপনার দৃষ্টিশক্তির যেমন পরীক্ষা নিয়ে পারে। তেমনই আবার আপনার বুদ্ধিমত্তাও পরখ করে দেখতে পারে। সেরকমই একটা ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলছে একপ্রকার।

ছোট্ট একটা ক্লিপ। তবে আপনার মন ও মস্তিষ্ককে রীতিমতো বিভ্রান্ত করবে সেই ভিডিয়ো। X ব্যবহারকারীরা অন্তত তেমনটাই দাবি করেছেন। 17 সেকেন্ডের ক্লিপটি দেখে অনেকে বুঝতেই পারছেন না, কোনটা আসলে ঠিক। কিন্তু কী এমন রয়েছে সেই ভিডিয়োতে?

ভিডিয়োতে একটা গোলাকার জিনিসকে ঘুরতে দেখা গিয়েছে। দেখে মনে হচ্ছে যেন, সেই গোলাকার জিনিসটার অনেক স্তর রয়েছে। কিন্তু এই সব তখনই মনে হচ্ছিল, যখন ক্যামেরা দূর থেকে গোলাকার ঘুরন্ত বস্তুটিকে দেখাচ্ছিল। ক্যামেরা যখন সামনে এল, তখন বোঝা গেল ওই গোলাকার বস্তুটি আসলে কী! আর তা জানতে গেলে আপনাকে এই ভিডিয়ো দেখতেই হবে।


12 সেপ্টেম্বর এই ভিডিয়োটি X প্ল্যাটফর্মে শেয়ার করা হয়েছে @TansuYegen নামক একটি হ্যান্ডেল থেকে। ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, ‘আশ্চর্যজনক একটি ইলিউশন।’ প্রায় 4 লাখেরও বেশি ভিউ হয়েছে ভিডিয়োটির। লাইক পড়েছে 10 হাজারেরও বেশি।

অনেক ব্যবহারকারী এই অপটিক্যাল বিভ্রমটিকে আশ্চর্যজনক বলে অভিহিত করেছেন, আবার কেউ কেউ বলেছেন যে এটি একটি বিভ্রান্তিকর। একজন ব্যবহারকারী লিখেছেন যে, এটি আমাকে অন্য ভাবে যে কোনও বিষয়কে দেখতে শেখাল। আবার কেউ কেউ বললেন, বিষয়টি যে কী তা মাথায় ঢুকলো না। কেউ আবার এটিকে সেরা অপটিক্যাল বিভ্রম বলেও অভিহিত করেছেন।

Next Article