Latest Viral Video: সুন্দর ভিডিয়োর ভান্ডার হল এই সোশ্যাল মিডিয়া। এখানে আপনি এমনই কিছু ভিডিয়ো দেখতে পাবেন, যা আগে কখনও দেখেননি। আর সেই ভিডিয়ো দেখার পরেই আপনার ঠোঁটের কোণের হাসি আরও প্রশস্ত হবে। কখনও কোনও অদ্ভুত পাখিকে দেখা যায়, কখনও আবার উদ্ভট কোনও প্রাণীর মজাদার কার্যকলাপ দেখে অবাক হয়ে যাই আমরা। তবে এবার এমন একটি প্রাণীকে দেখা গেল, যাকে সম্ভবত আপনি আগে কখনও দেখেননি। দেখা গেল, ডানা মেলে উড়ে (Flying) বেড়াচ্ছে একটা কাঠবেড়ালি (Squirrel)। তার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল হয়েছে।
টুইটারে @AMAZlNGNATURE নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। এই অ্যাকাউন্ট থেকে বিভিন্ন সময় বন্য়প্রাণীদের অসাধারণ কিছু ভিডিয়ো শেয়ার করা হয়। সেই অ্যাকাউন্ট থেকেই দেখা গেল, উড়ন্ত কাঠবেড়ালিটিকে। প্রিয়বন্ধুর কাছে সে যেন একলাফে উড়ে এল। এই ভিডিয়ো হয়তো আপনাকে ছোটবেলার কথা মনে করিয়ে দিতে পারে, যখন আপনি স্কুল ছুটির পরে মায়ের কাছে ছুটে আসতেন।
The landing…? pic.twitter.com/Pl8ufWkfpB
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) April 22, 2023
ভিডিয়োতে দেখা গেল, ওই কাঠবেড়ালিটি বসে রয়েছে দেওয়ালে কিছু একটার উপরে। অনতিদূরেই ছিল তার মানুষ বন্ধুটি। তিনি সেখান থেকে ডাক দিতেই কাঠবেড়ালিটি এক লাফে উড়ে আসে এবং তাঁর হাতের উপর এসে বসে। ওই কাঠবেড়ালি এমন ভাবেই লাফ দেয়, যা আপনাকে অবাক করে দেবে। ভিডিয়ো দেখার পরে আপনি ভাবতে বাধ্য হবেন, “এমনও হয়?”
একদিন আগেই এই ভিডিয়োটি পোস্ট করা হয়। এর মধ্যেই ভিডিয়োর ভিউ 4.2 মিলিয়ন ছাপিয়ে গিয়েছে। স্বাভাবিক ভাবেই এই ভিডিয়ো দেখার পরে নেটিজ়েনরা মজাদার কিছু মন্তব্য করেছেন।
একজন লিখছেন, “ছোট্ট এই কাঠবেড়ালির আলিঙ্গন ছিল দেখার মতো। প্রকৃতির এই ছোট্ট প্রেমের দূত লাফিয়ে লাফিয়ে যেন আনন্দ ছড়িয়ে দিচ্ছে।” আর একজন যোগ করলেন, “যখন সে তার প্রিয়জনের কাছে আসছিল, মুখটা ছিল দেখার মতো।” তৃতীয় জনের বক্তব্য, “এর মতো কিউট প্রাণী আমি আগে কখনও দেখিনি।”