Viral Video: ক্যান্ডি আটকে গিয়েছিল একরত্তির গলায়, দেবদূত হিসেবে অপরিচিত ব্যক্তি বাঁচালেন প্রাণ

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Sep 11, 2023 | 7:15 PM

Viral Video Today: হোটেলের রিসেপশন এরিয়ায় এক মা তাঁর কোলের সন্তানকে জড়িয়ে ধরে আছেন। কোলের ছেলে তখন একটি ক্যান্ডি খাচ্ছিল। এমনই সময় মা লক্ষ্য করলেন, তাঁর ছেলের শ্বাসরুদ্ধ হয়ে আসছে। আর তখনই সেই মা চিৎকার করতে লাগলেন।

Viral Video: ক্যান্ডি আটকে গিয়েছিল একরত্তির গলায়, দেবদূত হিসেবে অপরিচিত ব্যক্তি বাঁচালেন প্রাণ
অল্পের জন্য প্রাণে বাঁচল ছেলেটি।

Follow Us

Latest Viral Video: ক্যান্ডি খাচ্ছিল ছোট্ট ছেলেটা। কিন্তু সেই পেপারমিন্ট ক্যান্ডিই যে কখন ওভাবে বিপজ্জনক হয়ে উঠবে, কে ভাবতে পেরেছিল তা। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো হইচই ফেলে দিয়েছে। সেখানে দেখা গিয়েছে, 5 বছর বয়সী একটি বাচ্চা ছেলে মায়ের কোলে বসে ক্যান্ডি খাচ্ছিল। হঠাৎই তা একরত্তির গলায় আটকে যায় এবং শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়। ওই বাচ্চার মা তখন সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। বাচ্চার অবস্থা বেগতিক দেখে অপরিচিত এক ব্যক্তি তাকে বাঁচাতে এগিয়ে আসে।

ইনস্টাগ্রামে গুডনিউজ মুভমেন্ট নামক পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। সেখানে দেখা গেল, হোটেলের রিসেপশন এরিয়ায় এক মা তাঁর কোলের সন্তানকে জড়িয়ে ধরে আছেন। কোলের ছেলে তখন একটি ক্যান্ডি খাচ্ছিল। এমনই সময় মা লক্ষ্য করলেন, তাঁর ছেলের শ্বাসরুদ্ধ হয়ে আসছে। আর তখনই সেই মা চিৎকার করতে লাগলেন। তড়িঘড়ি তিনি ছেলেকে কোল থেকে নামিয়ে দিলেন এবং সাহায্যের জন্য ছটফট করতে থাকেন। সমগ্র পরিস্থিতিটি লক্ষ্য করছিলেন অপরিচিত এক ব্যক্তি। বাচ্চাটিকে বাঁচাতে তিনিই তখন এগিয়ে আসেন। ঘটনাস্থলে বাকি যেসব মানুষজন ছিলেন, তাঁরা বাচ্চাটিকে বাঁচাতে এগিয়ে আসে। শেষমেশ মায়ের সতর্কতা এবং অপরিচিতদের সাহায্য প্রাণ বাঁচে ছোট্ট ছেলেটি।


ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, “পিপারমেন্ট ক্যান্ডির জন্য 5 বছরের শিশুটির দমবন্ধ হয়ে যাচ্ছিল। তিনি নায়ক। দেবদূত হিসেবে এই ব্যক্তি সাহায্যের জন্য এগিয়ে এসে শিশুটিকে বাঁচালেন। কৃতজ্ঞ মা আলিঙ্গন করে তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করলেন।” ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। অল্প সময়ের মধ্যেই প্রচুর মানুষ তা দেখেছেন। কমেন্টও করেছেন অনেকে।

একজন লিখলেন, “আমি তো এটা দেখে খুশি যে, বাচ্চাটার মা তাঁর সন্তানের প্রতি মনোযোগী ও সচেতন ছিলেন। সাহায্যের জন্য তাঁর চিৎকারেই প্রাণে বাঁচে ছেলেটি। তারপর সবাই যে ভাবে বাচ্চাটিকে বাঁচাতে এগিয়ে এলেন, তা সত্যিই অবাক করার মতো।” আর একজন যোগ করলেন, “এই ভিডিয়ো আমাকে আবেগপ্রবণ করে তুলেছে। ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে, ছোট্ট শিশু শেষ পর্যন্ত প্রাণে বাঁচে।”

Next Article