Physics Wallah ক্লাসে কেলেঙ্কারি! অঙ্কের স্যরকে চপ্পল দিয়ে মার ছাত্রের

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Oct 06, 2023 | 6:47 PM

Latest Viral Video: শিক্ষক তো তাঁর ছাত্রের এহেন আচরণে হতচকিত হয়ে যান। পড়ুয়ার চপ্পলের বাড়ি তিনি এড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত বাঁচতে পারেননি। লাইভ ক্লাসে ছাত্রের হাতে তাঁকে মার খেতেই হয়। প্রথমে ভিডিয়োটি ইউটিউবে শেয়ার করা হয়েছিল। তারপরই তা ছড়িয়ে পড়ে অন্যান্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে।

Physics Wallah ক্লাসে কেলেঙ্কারি! অঙ্কের স্যরকে চপ্পল দিয়ে মার ছাত্রের
কী কারণে শিক্ষকের উপরে চড়াও হল ছাত্র, জানা যায়নি।

Follow Us

Physics Wallah কোচিং ক্লাসের নাম নিশ্চয়ই শুনেছেন? এই অ্যাপের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের পড়ুয়াদের অনলাইন এবং অফলাইনে প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং দেওয়া হয়। এবার সেই Physics Wallah অ্যাপেই ঘটে গেল একটি কেলেঙ্কারি কাণ্ড। এক পড়ুয়াকে দেখা গেল তার শিক্ষককে রীতিমতো মারধর করতে। সেই সময় ওই শিক্ষক বোর্ডে অঙ্ক করাচ্ছিলেন। তখনই হঠাৎ করে এক পড়ুয়া এসে চড়াও হন ওই শিক্ষকের উপরে।

ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সে সময় অনলাইন ক্লাসে আরও যে সব পড়ুয়ারা উপস্থিত ছিল, এই কাণ্ড দেখে তারা হতভম্ব হয়ে যায়। ভাইরাল ভিডিয়োতে দেখা গেল, ভার্চুয়াল ক্লাসরুমে ওই শিক্ষক অঙ্ক করাচ্ছেন। হঠাৎই এক ছাত্র তাঁর দিকে এগিয়ে গিয়ে একটি চপ্পল ছুড়ে মারল।


শিক্ষক তো তাঁর ছাত্রের এহেন আচরণে হতচকিত হয়ে যান। পড়ুয়ার চপ্পলের বাড়ি তিনি এড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত বাঁচতে পারেননি। লাইভ ক্লাসে ছাত্রের হাতে তাঁকে মার খেতেই হয়। প্রথমে ভিডিয়োটি ইউটিউবে শেয়ার করা হয়েছিল। তারপরই তা ছড়িয়ে পড়ে অন্যান্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। সেখানে ক্যাপশনে লেখা হয়েছিল, “ফিজ়িক্স ওয়ালা ব্যাচের একটি ভিডিয়ো। এই ভিডিয়োতে দেখা গিয়েছে, এক শিক্ষককে তাঁর ছাত্র চপ্পল দিয়ে মারতে আসছে।”

যদিও একটা বিষয়ে এখনও ধোঁয়াশা রয়েই গিয়েছে যে, কী কারণে ওই ছাত্রটি তার শিক্ষককে এভাবে মারতে উদ্যত হলেন। একাধিক সূত্র থেকে জানা গিয়েছে, লাইভ স্ট্রিমিংটি যিনি রেকর্ড করছিলেন, তিনিই এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন।

Next Article