মা তো মা-ই হয়। সে মানুষ হোক আর পশু। সন্তানকে বাঁচাতে নিজের প্রাণ দিতেও পিছপা হয় না। তেমন অনেক ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এবার এমনই একটি ভিডিয়ো উঠে এসেছে। যেখানে একটি বিড়াল তার সন্তানদের বাঁচাতে পাইথনের সঙ্গে যা করল, তা দেখে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। প্রায় প্রতিদিনই কোনও না কোনও ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তার মধ্যে এমন অনেক ভিডিয়ো থাকে, যা প্রচুর সংখ্যক মানুষের নজর কাড়ে। এই ভিডিয়োটিও পোস্ট করার সঙ্গে সঙ্গে সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিয়োয় কী দেখা যাচ্ছ?
ছোট্ট গুহার মধ্যে একটি বিড়াল তার বাচ্চাদের নিয়ে বসে রয়েছে। আর তাদের দেখতে পেয়ে, সেখানে গিয়ে হাজির হয় একটি বিরাট পাইথন। সাপটিকে দেখে ছোট বিড়ালগুলো সঙ্গে সঙ্গে মায়ের পিছনে লুকিয়ে পড়ে। আর মা বিড়ালটি সামনে এগিয়ে আসে। সঙ্গে সঙ্গে সাপটিকে সপাটে একটি চড় মারে। তারপরেই সাপটি তার গায়ে ঝাপিয়ে পড়ে। কিন্তু তখনও হাল ছাড়েনি মা বিড়াল। সন্তানদের বাঁচাতে যতটা লড়াই করা প্রয়োজন, সবটাই করে সে। অবশেষে সাপটি বিড়ালটিকে ধরে ফেলার চেষ্টা করলে সেখানেই শেষ হয়ে যায় এই ভিডিয়ো।
Cat protects kittens from python snake attack pic.twitter.com/83KrY4UYsq
— Levandov (@Levandov_2) October 3, 2023
ভিডিয়োটি পোস্ট করার পরই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এখনও পর্যন্ত প্রচুর মানুষ ভিডিয়োটি শেয়ার করেছেন। আর অনেকে অনেক কমেন্টও করেছে। কেউ বলেছেন, “ইন্টারনেটের যুগে এমন অনেক ভিডিয়োই চোখে পড়ে। দেখলেই অবাক লাগে মায়েরা সন্তানদের জন্য এভাবেই লড়াই করে।”