বর্তমানে সারা বিশ্বের চোখ আফগানিস্তানের ওপর। তালিবানদের কাবুল দখলের যে দৃশ্য উঠে এসেছে তা মর্মান্তিক এবং নিন্দনীয়। আফগানিস্তানের মানুষ মরিয়া হয়ে উঠেছে দেশ ছাড়ার জন্য। কাবুল এয়ারপোর্ট থেকে একাধিক মর্মান্তিক ভিডিয়ো উঠে এসেছে বিশ্ববাসীর সামনে। এরই মাঝে ইন্টারনেটে ভাইরাল হয়েছে তালিবানদের একটু অন্য ধরনের ভিডিয়ো।
গত কয়েকদিন ধরে আফগানিস্তানের যে চিত্র দেখা গিয়েছে সেখান থেকে একটু আলাদা তালিবানদের এই ভিডিয়ো। এই ভিডিয়োতে দেখা গিয়েছে তালিবানরা জিমে ওয়ার্কআউট করছে। মুলহক নামক একটি টুইট্যার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে ভিডিয়োটি এবং দাবি করা হচ্ছে ভিডিয়োর মধ্যে থাকা এই জিমটি রাষ্ট্রপতি ভবনের ছবি।
দেখুন সেই ভাইরাল হয়ে যাওয়া তালিবানদের ভিডিয়ো..
عناصر “#طالبان” يمارسون الرياضة في قاعة جيم بالقصر الرئاسي في #كابل pic.twitter.com/A2ZraOqHtm
— Mulhak ملحق ?? (@Mulhak) August 16, 2021
এর আগে তালিবানদের যে কয়েকটি ভিডিয়ো ইন্টারনেটে ভাইরাল হয়েছে সেখানে দেখা গেছে শুধুই আতঙ্কের ছবি। কিন্তু জিমে ব্যায়াম করার যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে তা বহু ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে মজার লেগেছে। কিন্তু বাস্তব এই ভিডিয়োটির থেকে অনেক আলাদা। আফগানিস্তানে থাকা মানুষদের কাছে এই বিষয়টি ততটাই দুঃস্বপ্নের।
ভিডিয়োটি ৪২ লক্ষেরও বেশি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। সেখানে রয়েছে ৬ হাজার মানুষের লাইক এবং ৬০০-এরও বেশি কমেন্ট। আবার দেড় হাজারেরও বেশি মানুষ এই ভিডিয়োটিকে রিটুইট করেছে। যার মধ্যে রয়েছেন ভারতীয় গায়ক আদনান স্বামী। আদনান স্বামী ভিডিয়োটিকে পোস্ট করেছেন এবং সাথে খোরাক করে লিখেছেন যে, আমেরিকা এদের কাছে পরাজিত হল! এর সাথেই তিনি হ্যাসট্যাগ ব্যবহার করে লিখেছেন আফগানিস্তান এবং সেম অন ইউএস।
দেখুন আদনান স্বামীর সেই পোস্ট…
Dear America,
You were defeated by these guys??!!
????#Afganistan #ShameOnUS pic.twitter.com/LTCRIpuSdz— Adnan Sami (@AdnanSamiLive) August 17, 2021
আদনান স্বামীর পোস্টে রয়েছে ৪০ লক্ষের ওপর ভিউস। এই পোস্টেও রয়েছে ২ হাজারের বেশি মানুষের লাইক। এখানেও ৫০০-এর বেশি মানুষ রিটুইট করেছে পোস্টটিকে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করা হয়নি। তাতেও রমরমিয়ে ভাইরাল হচ্ছে ভিডিয়োটি।
এই ভিডিয়োটির পোস্টটিতে রয়েছে একাধিক কমেন্ট। কিছু মানুষ লিখেছেন যে এই ভিডিয়োটি আমাদের কাছে মজার হলেও আফগানিস্তানে যারা রয়েছে তাদের কাছে এই বিষয়টি খুবই ভয়ানক। অন্যদিকে এসেছে মজার কমেন্টও। যেমন একজন ইন্টারনেট ব্যবহারকারী লিখেছেন যে তালিবানদের প্রয়োজন সঠিক জিম ট্রেনিং-এর। ভিডিয়োটির বিষয়বস্তু বা এর কমেন্ট যতই মজাদার হোক না কেন, বাস্তব এর একদম বিপরীত।
আরও পড়ুন: আফগানিস্তানের ওপর হওয়া অকথ্য অত্যাচারের নমুনা দেখে নিন এই ভিডিয়োতে