Viral Video: আফগানিস্তানের ওপর হওয়া অকথ্য অত্যাচারের নমুনা দেখে নিন এই ভিডিয়োতে

হতাশার পারদ চড়িয়ে দিয়েছে সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিয়ো। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি আফগানি মেয়ের হৃদয়বিদারক ভিডিয়ো উঠে এসেছে। যেখানে সে আফগানিস্তানের সাথে বিশ্ব কেমন আচরণ করে সেই কথার ব্যাখ্যা দিয়েছে।

Viral Video: আফগানিস্তানের ওপর হওয়া অকথ্য অত্যাচারের নমুনা দেখে নিন এই ভিডিয়োতে
Follow Us:
| Edited By: | Updated on: Aug 17, 2021 | 12:54 PM

তালিবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ায় বেশ কিছু হৃদয় বিদারক ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এছাড়া তালিবানদের এই দখল নেওয়ার বিভিন্ন মুহূর্তের ছবিও সোশ্যাল মিডিয়ায় ভেসে উঠছে। হতাশার এই পারদ চড়িয়ে দিয়েছে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়ো। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি আফগানি মেয়ের হৃদয়বিদারক ভিডিয়ো উঠে এসেছে। যেখানে সে আফগানিস্তানের সাথে বিশ্ব কেমন আচরণ করে সেই কথার ব্যাখ্যা দিয়েছে। যুদ্ধবিধ্বস্ত এই দেশের কথা পুরো পৃথিবী খুব তাড়াতাড়িই ভুলে যাবে বলে জানিয়েছে সে। তালিবানের কাবুল দখলের আগে ইরানি সাংবাদিক ও কর্মী মাসিহ আলিনেজাদ শুক্রবার টুইটারে ভিডিয়োটি পোস্ট করেছিলেন। তিনি ক্যাপশনে লিখেছেন, “একজন আশাহীন আফগান মেয়ের চোখের জল দেখে নিন। মেয়েটির ভবিষ্যৎ তালিবানদের আফগানিস্তান দখলের সঙ্গে সঙ্গেই টুকরো হয়ে ভেঙে গেছে। আফগানিস্তানের মহিলাদের জন্য আমার মন কেঁদে উঠছে বারবার। পুরো পৃথিবী তাঁদের হতাশ করেছে। ইতিহাসে এই কথাটাই লেখা থাকবে।”

ভিডিয়োটি দেখুন:

পূর্ববর্তী সময়ে তালিবানরা তাঁদের মেয়েদের বাড়ির বাইরে কাজ করতে যেতে, স্কুলে যেতে এমনকি বাড়ির বাইরে বেরোতেই বারণ করেছিল। মহিলাদের বোর্খা পরতে বলা হত। যখনই তাঁরা বাইরে যেতেন তখনই তাঁদের সাথে একজন পুরুষকে সঙ্গে রাখতেই হত। এরকম না হলে, তাঁদের সামাজিক লাঞ্ছনার মুখে পড়তে হত। মানুষের এখন আশঙ্কার বিষয় এর চেয়েও ভয়ঙ্কর। মনে করা হচ্ছে, তালিবানরা NGO এবং সাংবাদিকদের প্রবেশ বন্ধ করে দিয়ে মেয়েদের সঙ্গে দু’দশক আগের সেই নির্মমতা আবার শুরু করতে পারে।

জাতিসংঘের রিফিউজি সংস্থার মতে, তালিবানরা ইসলামের কঠোর এবং নির্মম প্রচার ফের শুরু করবে। এই আশঙ্কার জন্যই মে মাসের শেষ থেকে প্রায় আড়াই লাখ আফগান তাদের বাড়ি ছেড়ে পালিয়েছে। কিন্তু, বাকি যাঁরা বেরিয়ে যেতে পারেননি তাঁদের অশেষ দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে এখনই। ইতিমধ্যেই আফগানিস্তানের বিভিন্ন জায়গার বেশ কিছু ছবি ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে তালিবানরা কেমন অকথ্য অত্যাচার করে চলেছে। মেয়েদের জীবন সংশয় শুরু হয়ে গেছে। আর তারই ছায়া দেখা যাচ্ছে এই ভিডিয়োতে। 

ভিডিয়োতে মেয়েটির চোখের জল এতটাই হৃদয়বিদারী যে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির বিষয়ে একটা সম্যক ধারনা পাওয়া যাবে। একবিংশ শতাব্দীতে এসে এই ধরনের বর্বরতা একেবারেই কাম্য নয়। এক্ষেত্রে একটাই কথা বলা যায়, মানুষ হিসেবে আমরা সঙ্ঘবদ্ধতা হারিয়েছি। আর সেই সুযোগ নিয়েছে তালিবান গোষ্ঠী। তারা একত্রিত হয়ে পৃথিবীর শান্তি ভঙ্গ করতে উদ্যত হয়েছে। এমতাবস্থায় আমাদের প্রাথমিক কাজ ঠিক কী হবে সেই বিবেচনা করা খুবই কঠিন। শুধুমাত্র পরিস্থিতি শুধরে যাওয়ার সম্ভাবনা দেখা ছাড়া বিশেষ কিছু উপায় বা অবকাশ আমাদের নেই।

আরও পড়ুন: নিউটন পরিবারের নতুন সদস্য মন জয় করল ইনস্টাগ্রাম ইউজারদের!