Viral Video: বিরাট সাপ নিয়ে ছেলেখেলা নির্ভীক শিশুর, ভিডিয়ো দেখে আঁতকে উঠছেন বড়রা

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jul 27, 2023 | 5:10 PM

Viral Video Today: সম্প্রতি এমনই একটা ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, যা দেখলে আপনি হতবাক হতে পারেন। হাড়হিম করা সেই দৃশ্যে দেখা গিয়েছে, বিশালাকার একটি সাপের লেজ ধরে রীতিমতো খেলা করছে একটি নির্ভীক শিশু।

Viral Video: বিরাট সাপ নিয়ে ছেলেখেলা নির্ভীক শিশুর, ভিডিয়ো দেখে আঁতকে উঠছেন বড়রা
বিরাট সাপ নিয়ে ছোট্ট ছেলের ছেলেখেলা!

Follow Us

Latest Viral Video: সাপের ভয় খুবই সাধারণ, যা বহু মানুষের মধ্যেই দেখা যায়। সাপ দেখলে অনেকেরই মেরুদণ্ডে শীতল স্রোত বয়ে যায়, তা-ও খুবই স্বাভাবিক। বাচ্চা থেকে শুরু করে বুড়ো প্রত্যেকটা বয়সের মানুষের মধ্যেই সাপের প্রতি একটা ভয় কাজ করে। তবে সম্প্রতি এমনই একটা ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, যা দেখলে আপনি হতবাক হতে পারেন। হাড়হিম করা সেই দৃশ্যে দেখা গিয়েছে, বিশালাকার একটি সাপের লেজ ধরে রীতিমতো খেলা করছে একটি নির্ভীক শিশু।

গত 25 জুন ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছিল @raj_meena_3262 নামক একটি হ্যান্ডেল থেকে। তার পর থেকে ব্যাপক ভাইরাল হয়েছে ভিডিয়োটি। প্রায় 70,000 এরও বেশি লাইক পড়েছে। আর সেই সংখ্যাটা ক্রমান্বয়ে বেড়েই চলেছে। ভিডিয়োতে ছোট্ট ছেলেটিকে দেখা গেল, অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বিশাল সাপের লেজ ধরতে। চোখে-মুখে তার ভয়-ডর বলে কিসসু নেই! কিন্তু যে কায়দায় সে সাপটিকে ধরেছে, তা দেখে যে কারও প্রাণে ভয় ধরতে বাধ্য।


স্বাভাবিকভাবেই ভিডিয়োটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মানুষের মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। নেটিজ়েনদের একাংশ যেখানে বাচ্চাটির নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। আর একটা অংশ বাচ্চাটির মা-বাবার কাণ্ডজ্ঞানহীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের দাবি, এইরকম একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় কীভাবে ছোট্ট বাচ্চার মা-বাবা তাকে রাস্তায় ছেড়ে দিয়েছেন?

সাপ সহ অন্যান্য বন্যপ্রাণীর আচরণ বেশির ভাগ সময়েই অপ্রত্যাশিত হয়। তাই, সঠিক জ্ঞান এবং অভিজ্ঞতা ছাড়া তাদের পরিচালনা করা অনেক সময় বিপজ্জনক হতে পারে। এমনকি, পেশাদার হারপিটোলজিস্টরাও সাপের সঙ্গে অত্যন্ত সতর্কতা অবলম্বন করেই তাদের পরিচালনা করেন। কিন্তু এই ভিডিয়ো যেন সবকিছুর মাত্রা ছাড়িয়ে গেল।

Next Article