Viral Video Today: পৃথিবীতে এমন অনেক চিত্রশিল্পী আছেন, যাদের এক একটা পেইন্টিং লাখ-কোটি টাকায় বিক্রি হয়। এমনকী এমনও কিছু চিত্রশিল্পী আছেন, যাদের আঁকা এক একটি ছবির দাম কোটি কোটি টাকা। আপনি নিশ্চয়ই মানুষের আঁকা অনেক পেইন্টিংই দেখেছেন, কিন্তু আপনি কি কখনও শূকরকে আঁকতে দেখেছেন? দেখেননি তো? সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে একটি শূকরকে রং-তুলি দিয়ে আঁকতে দেখা যাচ্ছে। শূকরটির নাম ‘পিগকাসো’। এই শূকরটি এখন সারা বিশ্বে বিখ্যাত হয়ে উঠেছে তার পেইন্টিং-এর জন্য। এই শূকরটির এক একটি ছবি বিক্রি হয় কোটি কোটি টাকায়। আর সেই ছবি আঁকারই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, শূকরটি একটি তুলি মুখে করে নিয়ে সাদা ক্যানভাসে আঁকতে শুরু করে। তুলিটিকে নীল রঙে চুবিয়ে নিয়ে আঁকতে থাকে। ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, এই শূকরটি দক্ষিণ আফ্রিকার বাসিন্দা জোয়ান লেফসন নামে এক শিল্পীর পোষ্য। 50 বছর বয়সী জোয়ান এবং এই শূকর প্রথমবার দেখা হয়েছিল প্রায় 7 বছর আগে অর্থাৎ 2016 সালে। তখন শূকরটিকে খুব খারাপ অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেছিলেন। তারপরে শূরকটিকে তুলে এনে নিজের কাছে রাখেন। ধীরে ধীরে ছবি আঁকাও শেখান তাঁকে।
রিপোর্ট অনুযায়ী, পিগকাসোর তৈরি একটি পেইন্টিং 20 লাখ টাকার বেশি বিক্রি হয়েছিল। পিগকাসো এখন পর্যন্ত 400 টিরও বেশি পেইন্টিং তৈরি করেছে, যার মোট দাম 10 কোটি টাকারও বেশি।