Louis Vuitton Bag: ফ্যাশান এখন ছোট হতে-হতে আঙুলের মাপে এক চিমটের থেকেও ছোট হয়ে গিয়েছে। তেমনই অবাক করার এক ব্যাগ নিয়ে এসেছে লুই ভিত্তোঁ (Louis Vuitton), যার পরিমাপ করতে হচ্ছে মাইক্রোমিটারে। সেই ব্যাগ লবণের একটা দানার থেকেও ছোট, মাইক্রোস্কোপ ছাড়া দেখাই যাবে না। আর তাই সেই হ্যান্ডব্যাগের নাম মাইক্রোস্কোপিক হ্যান্ডব্যাগ (Microscopic Handbag)। বিলাসবহুল হ্যান্ডব্যাগ তাদের পরিমাপের জন্য সবসময়ই মানুষের কাছে একটা উপহাসের বিষয় হয়ে উঠেছিল। কিন্তু কতটা ছোট হবে একটা ব্যাগ, বেশি ছোট হলে তাতে কী-ই বা এমন জিনিসপত্র ধরবে- যুক্তিসঙ্গত ফ্যাশনের পক্ষে যাঁরা, তাঁদের মনে এই প্রশ্ন ঘুরপাক খায় বারবার। আপনি যদি সত্যিকারের ফ্যাশনিস্তা হন এবং নিয়মিত ফ্যাশন ওয়েবসাইটগুলি ঘাঁটাঘাঁটি করে তাদের প্রবণতা অনুসরণ করেন, তাহলে খেয়াল করবেন কীভাবে হার্মিস, জ্যাকুমাস এবং অন্যান্য ব্র্যান্ডগুলি চড়া দামে ক্ষুদ্রাতিক্ষুদ্র ব্যাগ বিক্রয় করে।
তা বলে কি আপনি কখনও এমন ব্যাগের কথা কল্পনা করতে পেরেছিলেন, যা দৃশ্যমানই হতে পারে মাইক্রোস্কোপের তলায়। ক্রিয়েটিভ কালেক্টিভের বিপুল সম্ভার থাকে এক সংস্থা যারা বিগ রেডবুটসেরও জনক, সেই MSCHF তাদের সংগ্রহে এবার একটি মাইক্রোস্কোপিক হ্যান্ডব্যাগ যোগ করতে চলেছে। আর সেই ব্যাগটি তৈরি করেছে লুই ভিত্তোঁ। সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের একটি রিপোর্ট অনুযায়ী, “লুই ভিত্তোঁর অনদ্যগো টোটের স্পেক-সদৃশ একটি উপস্থাপনা। ব্যাগটির পরিমাপ 657/222/700 মাইক্রোমিটার। ব্যাগটি সমুদ্রের লবণের দানার চেয়েও ছোট এবং সূচের ছিদ্রের মধ্য দিয়ে বেরিয়ে যাওয়ার জন্যও যথেষ্ট সরু।”
ইনস্টাগ্রামে এই ব্যাগের কয়েকটি ছবি প্রকাশ করেছে MSCHF। আদতে ব্যাগটি কেমন দেখতে, আবার মাইক্রোস্কোপের তলায় রাখার পরেও সেটি কেমন দেখতে, দুই ধরনের ছবিই প্রকাশ করা হয়েছে ওই ইনস্টাগ্রাম পেজটি থেকে। নেটিজ়েনরা এই ব্যাগ দেখার পরে দ্বিধাবিভক্ত। কেউ প্রশ্ন করেছেন, এত ছোট ব্যাগ হলে জিনিসপত্র কোথায় রাখব? কেউ আবার প্রচণ্ড রেগে গিয়ে সোজা বলে দিয়েছেন, ‘ফ্যাশানের নামে যত্তসব বাড়াবাড়ি!’
MSCHF-এর ক্রিয়েটিভ অফিসার কেভিন ওয়াইজ়নার এই ব্যাগ সম্পর্কে বলছেন, “আমি মনে করি ব্যাগ বিষয়টাই বড় মজাদার একটা বস্তু। কারণ, এটি ব্যাপক ভাবে মানুষের প্রয়োজনীয় একটি জিনিস। কিন্তু দিন যতই গড়িয়েছে, ব্যাগ ততই মানুষের গয়না হয়ে উঠেছে।”
MSCHF তাদের ইনস্টাগ্রামে হ্যান্ডেলে এই ব্যাগ সম্পর্কে লিখছে, “বাজারে বড়, সাধারণ, ছোট মিলিয়ে সবরকমের হ্যান্ডব্যাগ রয়েছে। তবে এই ব্যাগ হল ক্ষুদ্রকরণের চূড়ান্ত উদাহরণ। হ্যান্ডব্যাগের মতো একটি কার্যকরী বস্তু ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হওয়ার সঙ্গে সঙ্গে অবজেক্টের অবস্থাও ক্রমাগত বিমূর্ত হতে থাকে।”