Viral Video: কুমির কিলবিল করছে ছোট্ট একটা নদীতে, তাদের উপর দিয়েই চলে গেল নৌকা, তারপর…

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Aug 18, 2023 | 8:26 PM

Viral Video Today: সহস্র কুমির দেখা গিয়েছে সেই নদীতে। নৌকা যতই এগিয়ে চলেছে, কুমিরগুলি নদীর এপার থেকে ওপারে যাওয়ার চেষ্টা করছে। আসলে নৌকার মোটরের শব্দ শুনে কুমিরগুলি এদিক-সেদিক করার চেষ্টা করছে। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করা যায়নি।

Viral Video: কুমির কিলবিল করছে ছোট্ট একটা নদীতে, তাদের উপর দিয়েই চলে গেল নৌকা, তারপর...
কুমির বোঝাই পুকুর...

Follow Us

Latest Viral Video: জলের ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম সরীসৃপগুলির মধ্যে একটি হল কুমির। কুমিরের খতরনাক চোয়াল থেকে যে কোনও প্রাণীরই পালিয়ে যাওয়া সত্যিই দুষ্কর। কুমির একটা দেখলেই আমাদের আত্মারাম খাঁচাছাড়া হওয়ার অবস্থা হয়! কিন্তু সেই কুমিরই যদি একটি নদীতে ঝাঁকে-ঝাঁকে দেখা যায়, কীরকম অবস্থাটা হতে পারে একবার ভেবে দেখুন তো। সেই কারণেই কুমিরের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখে যে কোনও প্রাণী।

এখন ধরুন, আপনাকে এমন একটি নৌকায় চড়তে বলা হল যা হাজার-হাজার কুমিরের বুকের উপর দিয়ে চলে যাবে। ভাবতেই হয়তো আপনার গায়ে কাঁটা দিয়ে যাচ্ছে। কিন্তু সত্যিই যদি এমন পরিস্থিতির মধ্যে আপনাকে পড়তে হয়, তার থেকে ভয়ানক দুঃস্বপ্ন বোধহয় আর কিছু হতে পারে না। সদ্য ভাইরাল হওয়া ভিডিয়োতে একটি নৌকা চলেছে নদীতে। আর সেই নদী এমনই এক কর্দমাক্ত নদী যাতে ঝাঁকে-ঝাঁকে কুমির চলে যাচ্ছে।

সহস্র কুমির দেখা গিয়েছে সেই নদীতে। নৌকা যতই এগিয়ে চলেছে, কুমিরগুলি নদীর এপার থেকে ওপারে যাওয়ার চেষ্টা করছে। আসলে নৌকার মোটরের শব্দ শুনে কুমিরগুলি এদিক-সেদিক করার চেষ্টা করছে। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করা যায়নি।


টুইটারে CCTV IDIOTS নামক একটি হ্যান্ডেল থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। নেটিজ়েনদের হতবাক করে দিয়েছে এই ঘটনা। 16 অগস্ট ভিডিয়োটি আপলোড করা হয়েছে। এর মধ্যেই ভিডিয়োর ভিউ 964.1K ছাপিয়ে গিয়েছে। টুইটার ব্যবহারকারীরা এই ভিডিয়োটি ব্যাপক ভাবে শেয়ারও করেছেন।

কমেন্ট সেকশনে একজন লিখছেন, “কতগুলি কুমির রয়েছে, একবারে গোনা সম্ভব নয়।” আর একজন যোগ করলেন, “এটি একটি ভয়ঙ্কর নদী, নৌকাটি মোটেই ভয়ঙ্কর নয়।” তৃতীয়জনের বক্তব্য, “এই নদী যে পুরোপুরি কুমির দ্বারা আক্রান্ত।”

Next Article