Viral Video: রাস্তায় চলতে চলতে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ হাতে নিয়ে দৌড় যাত্রীদের

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Aug 18, 2023 | 8:40 PM

Latest Viral Video: ভিডিয়োটি UpToDate নামে একটি প্রোফাইল থেকে শেয়ার করা হয়েছে। আর তারপর থেকেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। অনেকে অনেক কমেন্টও করেছেন এই ভিডিয়োয়।

Viral Video: রাস্তায় চলতে চলতে যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ হাতে নিয়ে দৌড় যাত্রীদের

Follow Us

Viral Video Today: সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিয়োই প্রতিদিন ভাইরাল হয়। রাস্তায় ঘটা বিভিন্ন দুর্ঘটনা সামনে আসে, যা দেখে চোখ কপালে ওঠা ছাড়া আর কোনও উপায় থাকে না। তবে এবার এমন একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখে শিউরে উঠেছে অধিকাংশ নেটিজ়েন। ভিডিয়োটি আর্জেন্টিনার, সেখানে যাত্রী ভর্তি একটি বাসে হঠাৎ আগুন ধরে যায়। এরপরই রাস্তায় ভয়াবহ কাণ্ড ঘটে যায়। কিছুক্ষণের মধ্যেই পুরো বাসটিকে আগুন গ্রাস করে ফেলে। ঘটনাটি ঘটেছে আর্জেন্টিনার একটি জাতীয় সড়কে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিয়োটি বেশ ভয়ঙ্কর। আপনি না দেখলে বুঝতে পারবেন না।

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, রাস্তাটি বেশ ব্যস্ত। অর্থাৎ অনেক গাড়ি, বাস রাস্তা দিয়ে যাচ্ছে। এরপর হঠাৎ করেই বাসের পেছনের অংশে আগুন ধরে গেলে তা রাস্তার ধারে দাঁড়িয়ে যায়। বাস থামার সঙ্গে সঙ্গে সেখান থেকে নামার জন্য যাত্রীদের ভিড় লেগেই থাকে। জীবন বাঁচাতে মানুষ বাস থেকে নেমে পালাতে শুরু করে। সবচেয়ে অবাক ব্যপার হল গাড়ির ডিজেল রাস্তায় ছড়িয়ে যেতে থাকে। আর তার ফলে আগুন ছড়াতে থাকে রাস্তায়। তবুও আশেপাশের গাড়িগুলি সেই আগুন টপকে যেতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই বাসটি পুড়ে ছাই হয়ে যায়। ভিডিওর শেষে দেখা যায়, উদ্ধারকর্মীরা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। এই দৃশ্য দেখে হতবাক অধিকাংশ নেটিজ়েন।


ভিডিয়োটি UpToDate নামে একটি প্রোফাইল থেকে শেয়ার করা হয়েছে। আর তারপর থেকেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। অনেকে অনেক কমেন্টও করেছেন এই ভিডিয়োয়। কেউ বলেছেন, “আমি এটা দেখেই অবাক হলাম যে, আগুন দেখার পরেও যেভাবে তার উপর থেকে বাকি গাড়িগুলি যাচ্ছিল, সেগুলিতে যখন তখন আগুন লেগে যেত।”

Next Article