Viral Video: বাইকে বেপরোয়া গতি তুলেও থেমে গেলেন, কারণ রাস্তা পেরোচ্ছেন ‘গুরুজি’!

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Dec 23, 2022 | 10:15 AM

Biker Close Counter With Tiger: আইএফএস অফিসার সুশান্ত নন্দা সম্প্রতি একটি ভিডিয়ো শেয়ার করেছেন। সেখানে দেখা গিয়েছে, এক বাইকচালক পিছনে একজনকে বসিয়ে জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় বাঘের সম্মুখীন হচ্ছেন। ভীষণ ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।

Viral Video: বাইকে বেপরোয়া গতি তুলেও থেমে গেলেন, কারণ রাস্তা পেরোচ্ছেন গুরুজি!
'গুরুজি'কে রাস্তা ছেড়ে দেওয়ার কাতর মিনতি!

Follow Us

বনজঙ্গলের পাশ দিয়ে যে রাস্তাগুলো বেরিয়ে যায়, তার পাশ দিয়ে বাইক চালানো সত্যিই খুব কঠিন। কারণ, অপ্রত্যাশিতভাবে কখনও কোনও বন্যপ্রাণী চলে এলে পালানোর পথ খুঁজে পাওয়া আর এক দুষ্কর কাজ হয়ে দাঁড়ায়। সে সময় বাইক চালকদের কেবল সতর্ক থাকলেই হবে না। মাথা ঠান্ডা রাখতে হবে, চরম বুদ্ধিমত্তারও প্রতিফলন ঘটাতে হবে দ্রুত। আইএফএস অফিসার সুশান্ত নন্দা সম্প্রতি একটি ভিডিয়ো শেয়ার করেছেন। সেখানে দেখা গিয়েছে, এক বাইকচালক পিছনে একজনকে বসিয়ে জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় বাঘের সম্মুখীন হচ্ছেন। ভীষণ ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।


এই ভিডিয়ো দেখলেই আপনার মনে হবে গুপি বাঘার সেই বিখ্যাত গান, ‘পায়ে পড়ি বাঘ মামা, করো না রাগ মামা!’ কেবল ‘তুমি যে এ ঘরে কে তা জানতো’-র, পরিবর্তে সেখানে হবে, তুমি যে এ জঙ্গলে কে তা জানত! আইএফএস অফিসার সুশান্ত নন্দা তাঁর টুইটার হ্যান্ডেল থেকে ভিডিয়োটি শেয়ার করেছেন। ভিডিয়োতে দেখা যাচ্ছে, ফোর হুইলার থেকে এক ব্যক্তি ওই ভয়ঙ্কর দৃশ্যটি রেকর্ড করছেন। জঙ্গলের রাস্তা পারাপার করছে একটি বাঘ। সামনে এক বাইকচালক পিছনে একজন আরোহীকে চাপিয়ে থেমে গেলেন। কিছুটা পিছিয়েও এলেন ভয়ে।

তারপর বাঘটা রাস্তা পার করার পরিবর্তে বাইকটাকে দেখে তাদের কিছুটা সামনেই চলে আসে। সেই সময় গাড়ি থেকে লোকজন বলে ওঠেন, “আরে গুরুজি রাস্তা দেদো!” সুশান্ত নন্দা ভিডিয়োর ক্যাপশনে লিখেছেন, “বাইকের ব্যাক গিয়ার যতক্ষণ না পর্যন্ত ব্যবহার করতে পারছেন, ততক্ষণ আপনার সাধারণ জ্ঞান কাজে লাগান। বিশেষ করে এই বন্যপ্রাণীদের আবাসস্থলগুলিতে ধীরে গাড়ি চালান।”

ভিডিয়োটি খুব ভাইরাল হয়েছে টুইটারে। যদিও কোন জঙ্গলে এই ভিডিয়ো ক্যাপচার করা হয়েছে, সে বিষয়ে সুশান্ত নন্দা কিছু জানাননি। প্রায় 108K ভিউ পেয়েছে ভিডিয়োটি। কমেন্ট করেছেন বহু মানুষ।

Next Article