Viral Video: গজরাজকে দেখে মুখ ‘লুকলো’ বাঘ, দেখুন ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: সোমনাথ মিত্র

May 01, 2023 | 6:02 PM

Viral Video: সম্প্রতি টুইটারে এই ভিডিয়োটি শেয়ার করেছেন আইএফএস অফিসার সুশান্ত নন্দ। ভিডিয়োটি তুলেছেন ভিজেতা সিম্বা নামে জনৈক এক ব্যক্তি।

Viral Video: গজরাজকে দেখে মুখ লুকলো বাঘ, দেখুন ভিডিয়ো

Follow Us

কলকাতা: তার এক ডাকে শিরদাঁড়া দিয়ে বয়ে যায় ঠান্ডা স্রোত। তার এক ডাকে ফাঁকা হয়ে যায় জঙ্গলের রাস্তা। বুনো জন্তু থেকে মানুষ, তার হিংস্রতায় থরহরিকম্প সকলেই। বাঘ (Tiger)। জঙ্গলের অঘোষিত বেতাজ বাদশা। কিন্তু, এই বাঘ কি আদৌও কাউকে ভয় পায়? উত্তরটা বোধহয় হ্যাঁ। তার থেকেও শক্তিমান প্রাণী যে রয়েছে এই জঙ্গলেই। এবার বাঘেরই ভয় পাওয়ার একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতেই দেখা যাচ্ছে হেলেদুলে রাস্তা পার করতে আসছে গজরাজ (Elephant)। দূর থেকে তা দেখতে পেল আস্ত একখান বাঘ। তা দেখা মাত্রই রাস্তা ছেড়ে দূরে সরে গেল ওই বাঘ। গা ঢাকা দিল বড় ঘাসের আড়ালে। 

সম্প্রতি টুইটারে এই ভিডিয়োটি শেয়ার করেছেন আইএফএস অফিসার সুশান্ত নন্দ। ভিডিয়োটি তুলেছেন ভিজেতা সিম্বা নামে জনৈক এক ব্যক্তি। যা নিয়ে শোরগোল শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঠিক কী দেখা যাচ্ছে ভিডিয়োটিতে? ভিডিয়োর শুরুতে দেখা যাচ্ছে জঙ্গলের মধ্যেই একটি রাস্তা পার করছে দুই হাতি। এদিকে তখন ওই রাস্তাই পার করতে যাচ্ছিল বাঘটি। হাতিদের আগমনবার্তা পাওয়া মাত্রই নিজেকে ঘাসের আড়ালে লুকিয়ে ফেলে বাঘটি। এরপর দুই হাতি চলে যেতে ফের রাস্তা পার করতে যায়। কিন্তু, তখনই আবার এসে যায় এক হাতি। তাকে দেখা মাত্রই ফের দূরে পালিয়ে যায় বাঘটি। হাতিটি চলে যেতে মৃদুমন্দ গতিতে রাস্তা পার করে বাঘটি। 

ভিডিয়োটি শেয়ার করে আইএফএস অফিসার সুশান্ত নন্দ লিখেছেন, “এইভাবেই জঙ্গলের প্রাণীরা নিজেদের মধ্যে সম্প্রীতি বজায় রাখে। এইভাবেই তাদের মধ্যে চলে বোঝাপড়া।” অন্যদিকে সোশ্যাল মিডিয়ার দেওয়ালেও দেখা গিয়েছে নানা প্রতিক্রিয়া। কেউ লিখছেন, “বাঘটি জানত হাতির সঙ্গে লড়াইয়ে যাওয়া যাবে না। তাই রাস্তা ছেড়ে দিয়েছে।” কেউ আবার লিখছেন, “ভয় পেয়েছেন খোদ রাজাই।”

Next Article