Viral Video Today: সোশ্যাল মিডিয়ার যুগে মানুষের অনেক প্রতিভাই সবার সামনে উঠে আসে। তার সেই সব তাক লাগানো প্রতিভা দেখলে চোখ ফেরানো দায় হয়ে যায়। বর্তমানে এমন অনেক ভিডিয়ো ভাইরাল হয়, যেখানে বিভিন্ন সব ফেলে দেওয়া জিনিস দিয়ে যানবাহন, মোটরসাইকেল থেকে কুলার, এসি ইত্যাদি তৈরি করা হয়েছে। কিন্তু আপনি কি কখনও 7 সিটার ‘বাইক’ দেখেছেন? রাস্তায় অনেককে এমনও দেখা যায়, যারা বাইকে 4 জনকে বসিয়ে চালায়। কিন্তু তাই বলে 7 জন? তাহলে সেই বাইক কেমন দেখতে? এ কিন্তু যে সে বাইক নয়। এটি এমন একটি বাইক যা সৌরশক্তিতে চলে। তার সেই বাইক দেখলে আপনি অবাক হবেন।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি বাইকে 7 জন বসে আছেন। আর মাথায় রয়েছে ছাউনি। সেই ছাউনির মাধ্য়মেই বাইকটি এগিয়ে যাচ্ছে। বুঝতে পারবেন না তো? আসলে ছাউনিতেই সোলার প্যানেল লাগানো রয়েছে। যা থেকে শক্তি তৈরি করে বাইকটি চলছে। আবার রোদে মাথার উপর ছায়াও হয়ে রয়েছে। অর্থাৎ এই 7 সিটার বাইক চালাতে প্রয়োজন নেই পেট্রলের। ছেলেটি ভিডিয়োয় জানিয়েছে, যতক্ষণ রোদ থাকবে ততক্ষণ চলবে। এই ‘বাইক’ বানাতে খরচ হয়েছে 8 থেকে 10 হাজার টাকা। আগে দেখেছেন নাকি এমন বাইক?
So much sustainable innovation in one product – produced from scrap, seven seater vehicle, solar energy and shade from the sun! Frugal innovations like this make me proud of our India! pic.twitter.com/rwx1GQBNVW
— Harsh Goenka (@hvgoenka) April 29, 2023
এই ভিডিয়োটি বিজনেস টাইকুন এবং আরপিজি এন্টারপ্রাইজের চেয়ারম্যান হর্ষ গোনায়কা টুইটারে পোস্ট করেছেন। তিনি ক্যাপশনে লিখেছেন- “একটি পণ্যে এত বৈশিষ্ট্য! ফেলে দেওয়া জিনিস থেকে তৈরি একটি 7 সিটার গাড়ি, যা সৌরশক্তিতে চলে। এমনকি রোদ থেকেও রক্ষা করে!” শেয়ার করার পর থেকেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এি ভিডিয়ো। এখনও পর্যন্ত ভিডিয়োটিতে 3200 টিরও বেশি লাইক এবং 74 হাজারেরও বেশি ভিউ হয়েছে। এছাড়াও অনেকে অনেক কমেন্ট করেছেন। কেউ বলেছেন,”অসাধারণ এই প্রতিভা দেখে আমি মুগ্ধ।”