Viral Video: লেপার্ডকে হত্যা করে তার মাংস খুবলে খেল ভয়ঙ্কর বাঘ, রণথম্ভোর ন্যাশনাল পার্কের ভিডিয়ো ভাইরাল

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Apr 04, 2023 | 11:51 PM

Viral Video Today: ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার পারভীন কাসওয়ান এই ঘটনার ছবিটি শেয়ার করেন গত শনিবার। পারভীন এই ছবিটি টুইটার এবং ফেসবুকে শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, রণথম্ভোর ন্যাশনাল পার্কের এই পুরুষ বাঘটির নাম T-101।

Viral Video: লেপার্ডকে হত্যা করে তার মাংস খুবলে খেল ভয়ঙ্কর বাঘ, রণথম্ভোর ন্যাশনাল পার্কের ভিডিয়ো ভাইরাল
এ যেন সত্যিই জঙ্গলরাজ!

Follow Us

Latest Viral Video: জঙ্গলে যে কত কী ঘটে, তা আমরা লোকালয়ে থেকে আন্দাজ করতে পারি না। বেঁচে থাকার স্বাভাবিক নিয়মটা, আমাদের এখানেও যা জঙ্গলেও তাই। আমরা যেমন গাছ কেটে সবজি খাই কিংবা প্রাণী হত্যা করে মাংস খাই, সেভাবেই জঙ্গলের পশুরা নিজেদের খাবার সংস্থান করে নেয় বেঁচে থাকতে। কিন্তু কখনও আবার ব্যতিক্রমী ঘটনাও ঘটে। কখনও হরিণকেও দেখা যায় বাঘকে ডরাতে। কখনও মহিষকেও দেখা যায় সিংহীকে ঘোল খাওয়াতে। কিন্তু তা বলে কি একটা লেপার্ডকে (Leopard) হত্যা করে তার মাংস খেতে পারে বাঘ (Tiger)? কখনও দেখেছেন এমন কাণ্ড? সেরকমই একটা ভিডিয়ো এবার আপনার সামনে হাজির হয়েছে। রাজস্থানের রণথম্ভোর জাতীয় উদ্যানে (Ranthambore National Park) সেই ঘটনাটি ঘটেছে, যেখানে দেখা গিয়েছে একটি লেপার্ডের মাংস খুবলে খাচ্ছে বাঘটি।

ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার পারভীন কাসওয়ান এই ঘটনার ছবিটি শেয়ার করেন গত শনিবার। পারভীন এই ছবিটি টুইটার এবং ফেসবুকে শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, রণথম্ভোর ন্যাশনাল পার্কের এই পুরুষ বাঘটির নাম T-101। জানা গিয়েছে, ওই বাঘ এবং লেপার্ডের মধ্যে প্রথমে তীব্র লড়াই চলে। শেষমেশ বাঘের দাপটে পর্যুদস্ত হয় লেপার্ডটি। অতঃপর হার মেনে বাঘের পেটেই চলে যেতে হয় লেপার্ডটিকে!


ছবিটি শেয়ার করে পারভীন কাসওয়ান তার ক্যাপশনে লিখছেন, “শিকারী যখন শিকার পেয়ে যায়। রণথম্ভোর ন্যাশনাল পার্কে একটি লেপার্ডকে খাচ্ছে বাঘটি। @HJunglebook এই বিরল ছবিটি ক্যাপচার করেছেন। আগে এরকম কিছু দেখেছিলেন!!” আর একটি টুইটে এই আইএফএস অফিসার লিখেছেন, “বন্য এ পৃথিবী। রণথম্ভোরের বাঘটির নাম T-101।” টুইটেই তিনি ফটোগ্রাফারের সঙ্গে পরিচয় করিয়েছেন, যাঁর নাম হর্ষ নরসিমামূর্থি।


এদিকে টুইটারে এই ঘটনার একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে Big Cats India নামক একটি পেজ থেকে। সেখানে দেখা গিয়েছে, লেপার্ডটির মাংস খুবলে-খুবলে খাচ্ছে ওই বাঘটি। সে ভিডিয়োও ব্যাপক ভাইরাল হয়েছে। বহু মানুষ কমেন্ট করেছেন সেখানে। মানুষজন আসলে মানতেই রাজি নন যে, বাঘটি লেপার্ডটিকে হত্যা করেছে। তাই একজন লিখেছেন, “আমার মনে হয়, এই লেপার্ডটি আগেই মারা গিয়েছিল। বাঘ তার লাশ খুঁজে বের করে। কারণ, লেপার্ডের মৃতদেহের কাছে অনেক মাছি জড়ো হয়েছিল।”

Next Article