Latest Viral Video: জঙ্গলে বাঘও ছিল। ছিল ভাল্লুকও। তারপরে কী হতে পারে বলুন তো! ভয়ঙ্কর লড়াইয়ের কথা ভাবছেন! না, তা কিন্তু হয়নি। একটি ভাল্লুক এবং একটি বাঘ সামনাসামনি চলে এসেছিল। সেই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। এই দেশেরই কোনও এক জঙ্গলের ভিডিয়ো সেটি। ভাল্লুকটিকে দেখা মাত্রই অদ্ভুত প্রতিক্রিয়া দেখাতে থাকে বাঘটি। হঠাৎই যেন সে ভেজা বিড়াল হয়ে যায়। তবে জঙ্গলের এমনতর দৃশ্য সাধারণত দেখা যায় না। কারণ, ভাল্লুকটিকে দেখার পরেই বাঘটির এহেন প্রতিক্রিয়া আপনি আগে কখনও দেখেননি।
X মাধ্যমে এই পোস্টটি করেছেন IFS অফিসার সন্দীপ ত্রিপাঠি। জঙ্গল সাফারিতে গিয়ে কোনও এক পর্যটক এই ভিডিয়োটি ক্যাপচার করেছেন। ভিডিয়োতে দেখা গেল, বাঘের পিছু-পিছু হাঁটছে একটি ভাল্লুক। বাঘটিও বুঝতে পারে তার পিছনে কেউ আসছে। ঘুরে দেখে সেটি একটি ভাল্লুক। এদিকে বাঘটিকে দেখা মাত্র ভাল্লুকটিও উঠে পড়ে।
মজার বিষয় হল, ভাল্লুকের পথ থেকে সরে যাওয়ার বা আক্রমণ করার পরিবর্তে বাঘটি মাটি আঁকড়ে বসে যায় এবং বিন্দুমাত্র নড়াচড়া করে না। এদিকে ভাল্লুকটিও তখন দু’পায়ে ভর করে দাঁড়িয়ে পড়ে আগ্রাসন দেখানোর জন্য। ততক্ষণে বাঘটি মৃদু স্বরে গর্জন করার চেষ্টা করে। কিন্তু তাতে লাভের লাভ কিছু হয় না। ভাল্লুকটি ফের দাঁড়িয়ে বাঘটিকে ভয় দেখানোর চেষ্টা করে। তার কিছুক্ষণের মধ্যে আবার পালিয়েও যায় ভাল্লুকটি।
The hypotheses to put forth;
1. Tiger is a striped monk.
2. Bears do have poor eye sight as believed.Worth observing the animal behaviour including of humans. pic.twitter.com/RV7otecKuq
— Ramesh Pandey (@rameshpandeyifs) September 3, 2023
ভিডিয়োটি টুইট করে IFS অফিসার সন্দীপ ত্রিপাঠি X- লিখছেন, ‘ভাল্লুকের হঠাৎ আগমনে বাঘটি বোধহয় বিভ্রান্ত।’ গত 3 সেপ্টেম্বর ভিডিয়োটি টুইটারে শেয়ার করা হয়। এর মধ্যেই ভিডিয়োর ভিউ প্রায় 95K ছুঁতে চলেছে। ভিডিয়োতে তিনি বলার চেষ্টা করেছেন, হিংস্র বাঘ হঠাৎই কীভাবে ডোরাকাটা সন্ন্যাসী হয়ে উঠল। তিনি এই দুই বন্যপ্রাণীর আচরণকে দেখার মতো বলে দাবি করেছেন।
এ বিষয়ে মন্তব্য করে একজন ‘এক্স’ ব্যবহারকারী লিখেছেন, ‘খুবই আকর্ষণীয় ভিডিয়ো, যা আমাদের শিখিয়েছে কীভাবে বনে আচরণ করতে হয়।” আর একজন যোগ করে বলছেন, “বাঘ হয় ভাল্লুকের দৃষ্টি এড়াতে চেষ্টা করেছিল অথবা সে বোঝানোর চেষ্টা করেছিল যে, আত্মসমর্পণ করেছে। আমি বিশ্বাস করি যে বাঘটি ভালুকের কাছে নিজেকে সমর্পণ করে সহজাত প্রতিক্রিয়া দেখিয়েছে।”