Viral Post: কোচিং সেন্টারে ভ্যালেন্টাইন্স ডে পার্টি, পড়ুয়াদের ব্যক্তিত্ব বিকাশে ‘গুরুত্বপূর্ণ নোটিস’ ভাইরাল

Latest Viral News: পড়ুয়াদের ভাল থাকার কথা মাথায় রেখে আকাশ ইনস্টিটিউটের তরফে ওই 14 ফেব্রুয়ারির আগে তাদের একটি দিন বেছে নিতে বলা হয়েছে। কী হবে সেই দিন? বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেই দিন পড়ুয়াদের জন্য ভ্যালেন্টাইন্স ডে পার্টির আয়োজন করবে কোচিং সেন্টারটি।

Viral Post: কোচিং সেন্টারে ভ্যালেন্টাইন্স ডে পার্টি, পড়ুয়াদের ব্যক্তিত্ব বিকাশে 'গুরুত্বপূর্ণ নোটিস' ভাইরাল
খুব ভাইরাল হয়েছে এই পোস্ট।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 13, 2023 | 5:39 PM

Valentine’s Day Party: ফেব্রুয়ারি মানেই ভালবাসার মাস। আর সেই মাসে তো কলকাতা যেন ভালবাসার শহর রূপে ধরা দেয়। এই মাসেই তো যুগলরা একে অপরকে উপহার দেয়, উদযাপন করে সারা সপ্তাহটা। সেই ফেব্রুয়ারিই তো দেখতে-দেখতে এসে গেল। ভ্যালেন্টাইন্স ডে কীভাবে উদযাপন করা যায়, প্রেমিক-প্রেমিকাদের অনেকেই তা নিয়ে ভাবনাচিন্তাও শুরু করে দিয়েছেন। ইতি তোমার ভ্যালেন্টাইন লিখলেই তো আর প্রেম দিবস স্মরণীয় করে রাখা যায় না। প্রেম জাহির করতে এবং তার থেকেও বেশি প্রেমের মানুষটাকে একটা দিন আরও একটু স্পেশ্যাল অনুভব করাতে অনেক কিছুই করে থাকেন প্রেমিক-প্রেমিকারা।

সব দিবস সাড়ম্বরে পালিত হলেও সাধারণত স্কুল, কলেজ বা কোচিং সেন্টারগুলিকে প্রেম দিবস এড়িয়ে যেতে দেখা যায়। শিক্ষকরাও তো মনের মানুষকে ভালবাসেন। কিন্তু তারপরেও তাঁরা এই প্রেম থেকে কয়েক ক্রোশ দূরে থাকার কথা বলেন, যাতে পড়াশোনার ক্ষতি না হয়। কিন্তু সোশ্যাল মিডিয়ায় আকাশ ইনস্টিটিউটের একটি পোস্ট অনেকের নজর কেড়েছে। সেখানে পড়ুয়াদের জন্য একটি বিশেষ বিজ্ঞপ্তি দেখা গিয়েছে। আকাশ ইনস্টিটিউটের সেই ‘গুরুত্বপূর্ণ নোটিস’-টি নিয়ে জোর চর্চাও শুরু হয়েছে।

কী এমন রয়েছে সেই নোটিসে? বিজ্ঞপ্তিতে কি প্রেম দিবস নিয়ে কিছু গাইডলাইনের কথা বলা হয়েছে? সেখানে যা বলা হয়েছে, আপনি তা স্বপ্নেও কল্পনা করতে পারবেন না। পড়ুয়াদের ভাল থাকার কথা মাথায় রেখে আকাশ ইনস্টিটিউটের তরফে ওই 14 ফেব্রুয়ারির আগে তাদের একটি দিন বেছে নিতে বলা হয়েছে। কী হবে সেই দিন? বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেই দিন পড়ুয়াদের জন্য ভ্যালেন্টাইন্স ডে পার্টির আয়োজন করবে কোচিং সেন্টারটি।

ওই বিজ্ঞপ্তিতে আকাশ ইনস্টিটিউটের তরফে বলা হয়েছে, “মেধাবী পড়ুয়াদের ব্যক্তিত্ব বিকাশের কথা মাথায় রেখে সকলকে 14 ফেব্রুয়ারির আগে একটি তারিখ খুঁজতে বলছি।” সেখানে এ-ও ব্যাখ্যা করা হয়েছে, ভ্যালেন্টাইন্স ডে-র জন্য একটা পার্টি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস অর্জন করতে এবং জীবনে সফল হতে খুব সাহায্য করবে। তাই সেই দিনটি খুঁজে বের করে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল পড়ুয়াকে একে অপরকে সাহায্য করার কথা বলা হয়েছে আকাশ ইনস্টিটিউটের তরফে।

কিন্তু, এই পোস্ট কতটা সত্যি? সোশ্যাল মিডিয়ায় বহু ব্যবহারকারীকে বিভ্রান্তিতে ফেলেছে এই পোস্ট। ইনস্টিটিউটের প্রাক্তনরা দাবি করেছেন যে, এমনতর পার্টির কথা তাঁরা তাঁদের সময়ও কর্তৃপক্ষকে বলেছিলেন। কিন্তু কর্তৃপক্ষ তখন রাজি না হয়ে আজ কেন এই ধরনের পার্টির কথা বলছে, অভিযোগ প্রাক্তনদের। আকাশ ইনস্টিটিউটের মেইন ব্রাঞ্চ তথা দিল্লির ব্রাঞ্চটি এই ধরনের নোটিসের কথা অস্বীকার করেছে। TV9 Bangla এই ভাইরাল পোস্টের সত্যতা যাচাই করে দেখেনি।