Viral Video Today: বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য মানুষ কত কী-ই না করছে। রিলের দুনিয়ায় একের পর এক এমন কাণ্ড ঘটাচ্ছে, যাতে নিজের বিপদ নিজেই ডেকে আনছে। কোনওভাবে তাদের সচেতন করা যাচ্ছে না। আর সেই সব ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। বয়ে যাচ্ছে লাইক, শেয়ারের বন্যা। তার লোভেই এত কিছু। তার মধ্যেই এমন কিছু ভিডিয়ো ভাইরাল হচ্ছে, যা দেখে অবাক হওয়া ছাড়া আর কোনও উপায় থাকছে না। তেমনই একটি ভিডিয়ো সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে এক যুবককে রেললাইনের তলায় শুয়ে রিল বানাতে দেখা যাচ্ছে। এমনকি তার উপর দিয়ে যখন ট্রেন গেল, সেই মুহূর্ত দেখলে আপনি শিউরে উঠবেন।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক ব্যক্তি নিজের জীবনের ঝুঁকি নিয়ে রেললাইনে শুয়ে আছে। তার সেইভাবেই রিল তৈরি করতে দেখা যাচ্ছে তাকে। রেললাইনে শুয়ে দুই হাত মাথার নিচে রাখেন এই ব্যক্তি। ঠিক সেই সময়ই সেখান থেকে দ্রুতগতিতে একটি ট্রেন চলে যায়। ভিডিয়োতে স্পষ্ট দেখা যাচ্ছে, ট্রেনটি যাওয়ার সময় তার পুরো শরীর কাঁপছে। আর সেখানে কেউ একজন তাকে রিলটি ভিডিয়ো করে দিচ্ছে। এর আগে রিল তৈরি করতে গিয়ে ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছিল। তা সত্ত্বেও ট্রেনের চারপাশে লোকজনকে এমন রিল তৈরি করতে দেখা যাচ্ছে।
रील के लिए कुछ भी करेगा
वायरल वीडियो कहां का है यह तो पता नहीं लेकिन लोग इस तरह वीडियो बना रहे हैं जो सरासर गलत है ऐसे लोगों के खिलाफ रेलवे पुलिस को कड़ी कार्रवाई करनी चाहिए ताकि भविष्य में ऐसा करने से पहले सौ बार सोचे pic.twitter.com/QmxZ0g5Dmz
— हम लोग We The People (@ajaychauhan41) July 1, 2023
ভিডিয়োটি টুইট করে এই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। একইসঙ্গে ব্যবহারকারীরাও এই ভিডিয়োতে বিভিন্ন ধরনের কমেন্ট করেছেন। এক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “রেলওয়ের এ বিষয়ে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এই ধরনের লোকদের ধরে তাদের জেলে ঢোকানো দরকার।”