Viral Video: মহিলার চোখের মণিতে ঘুরছে কৃমির মতো অসংখ্য পোকা, পোষ্যদের আদর করাই কাল হল?

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Dec 10, 2023 | 1:45 PM

Latest Viral Video: ডাক্তারের কাছে আসতেই, ডাক্তার দেখেন চোখের মণিতে ঘোরাফেরা করছে পোকামাকড়। জরুরী অবস্থা বুঝে ডাক্তার সঙ্গে সঙ্গে অপারেশন করেন। ডাক্তাররা যখন মহিলাদের চোখের দিকে তাকালেন, তারা হতবাক হয়ে যান। কারণ চোখের মধ্যে পোকামাকড় ঘুরছিল। তারপরে ডাক্তার দেখেন সেখানে 60 টিরও বেশি পোকা রয়েছে।

Follow Us

চোখের মণিতে কিলবিল করছে অসংখ্য কৃমির মতো পোকামাকড়। চুলকাতেই ঝড়ে পড়ল একটা দু’টো। শুনেই কেমন শিউড়ে উঠলেন তো? আদতেই এমন ভয়ানক ঘটনা ঘটেছে এক মহিলার সঙ্গে। ঘটনাটি চিনের কুনমিং-এর, চিকিৎসকরাও এমন ঘটনা দেখে অবাক। প্রথমে সেই মহিলার চোখ হঠাৎই চুলকাতে শুরু করে। তারপরে ডাক্তারের কাছে আসতেই, ডাক্তার দেখেন চোখের মণিতে ঘোরাফেরা করছে পোকামাকড়। জরুরী অবস্থা বুঝে ডাক্তার সঙ্গে সঙ্গে অপারেশন করেন। ডাক্তাররা যখন মহিলাদের চোখের দিকে তাকালেন, তারা হতবাক হয়ে যান। কারণ চোখের মধ্যে পোকামাকড় ঘুরছিল। তারপরে ডাক্তার দেখেন সেখানে 60 টিরও বেশি পোকা রয়েছে।

কিন্তু কীভাবে এল এত পোকা চোখে?

এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই পোকাগুলো সাধারণত মাছির কামড়ের মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ডাক্তার সেই মহিলাটির সঙ্গে কথা বলার পড়ে বুঝতে পারেন, মাছির কামড়ে সংক্রামিত বিড়াল বা কুকুরের থেকে এই কৃমিগুলি তার চোখে বাসা বেঁধেছে। মহিলাটি ডাক্তারদের জানিয়েছিল যে, তিনি পোষ্যদের সঙ্গে খেলার সময় তার চোখে হাত দিয়েছিলেন। তারপরেই এই বিপদ ঘটে।


সেই মহিলা দীর্ঘদিন ধরে চুলকানিতে ভুগছিলেন বলে চিকিৎসকদের জানান, কিন্তু একদিন হঠাৎ চোখ চুলকাতে গিয়ে সময় চোখ থেকে একটি পোকা পড়ে যায়। এরপর ভয় পেয়ে হাসপাতালে ছোটেন তিনি। তবে এই প্রথম এমন ঘটনা নয় যে এর আগেও 2020 সালে একই ধরণের ঘটনা প্রকাশ পেয়েছিল। যেখানে একজন 60 বছর বয়সী চিনা মহিলার অস্ত্রোপচার করা হয়েছিল এবং তার চোখ থেকে 20টিরও বেশি পোকা বের করা হয়েছিল।

চোখের মণিতে কিলবিল করছে অসংখ্য কৃমির মতো পোকামাকড়। চুলকাতেই ঝড়ে পড়ল একটা দু’টো। শুনেই কেমন শিউড়ে উঠলেন তো? আদতেই এমন ভয়ানক ঘটনা ঘটেছে এক মহিলার সঙ্গে। ঘটনাটি চিনের কুনমিং-এর, চিকিৎসকরাও এমন ঘটনা দেখে অবাক। প্রথমে সেই মহিলার চোখ হঠাৎই চুলকাতে শুরু করে। তারপরে ডাক্তারের কাছে আসতেই, ডাক্তার দেখেন চোখের মণিতে ঘোরাফেরা করছে পোকামাকড়। জরুরী অবস্থা বুঝে ডাক্তার সঙ্গে সঙ্গে অপারেশন করেন। ডাক্তাররা যখন মহিলাদের চোখের দিকে তাকালেন, তারা হতবাক হয়ে যান। কারণ চোখের মধ্যে পোকামাকড় ঘুরছিল। তারপরে ডাক্তার দেখেন সেখানে 60 টিরও বেশি পোকা রয়েছে।

কিন্তু কীভাবে এল এত পোকা চোখে?

এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই পোকাগুলো সাধারণত মাছির কামড়ের মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ডাক্তার সেই মহিলাটির সঙ্গে কথা বলার পড়ে বুঝতে পারেন, মাছির কামড়ে সংক্রামিত বিড়াল বা কুকুরের থেকে এই কৃমিগুলি তার চোখে বাসা বেঁধেছে। মহিলাটি ডাক্তারদের জানিয়েছিল যে, তিনি পোষ্যদের সঙ্গে খেলার সময় তার চোখে হাত দিয়েছিলেন। তারপরেই এই বিপদ ঘটে।


সেই মহিলা দীর্ঘদিন ধরে চুলকানিতে ভুগছিলেন বলে চিকিৎসকদের জানান, কিন্তু একদিন হঠাৎ চোখ চুলকাতে গিয়ে সময় চোখ থেকে একটি পোকা পড়ে যায়। এরপর ভয় পেয়ে হাসপাতালে ছোটেন তিনি। তবে এই প্রথম এমন ঘটনা নয় যে এর আগেও 2020 সালে একই ধরণের ঘটনা প্রকাশ পেয়েছিল। যেখানে একজন 60 বছর বয়সী চিনা মহিলার অস্ত্রোপচার করা হয়েছিল এবং তার চোখ থেকে 20টিরও বেশি পোকা বের করা হয়েছিল।

Next Article