Viral Video Today: ফ্রি-তে আইসক্রিম পেলে কে-ই বা আর হাতছাড়া করে! বিয়ে বাড়ি থেকে শুরু করে যে কোনও নিমন্ত্রণেই আইসক্রিমের জন্য শেষে অপেক্ষা করে থাকেন অনেকেই। কিন্তু আপনাকে যদি বিনামূল্যে আইসক্রিম খাওয়ানো হয়? তাহলে ‘না’ বলবেন না নিশ্চয়ই। আর যদি তা নাচের বিনিময়ে হয়? শুনেই হেসে উঠলেন তো? ভাবছেন নেচে দেখালেই বিনামূল্যে আইসক্রিম পাওয়া যাবে? একদমই। আপনি নাচতে পারলেই পেয়ে যাবেন বিনামূল্যে আইসক্রিম। কীভাবে হবে সেটাই ভাবছেন তো?বেঙ্গালুরুতে একটি আইসক্রিমের দোকান রয়েছে, যেটি তার গ্রাহকদের জন্য এই আকর্ষণীয় অফার নিয়ে এসেছে। আপনাকে শুধু দোকানে গিয়ে নাচতে হবে। যদি আইসক্রিম বিক্রেতা আপনার নাচ পছন্দ করেন, তিনি আপনাকে বিনামূল্যে আইসক্রিম দেবেন।
আজকাল ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো ভাইরাল হচ্ছে, যাতে আইসক্রিম বিক্রেতাকে তার গ্রাহককে বিনামূল্যে আইসক্রিম দিতে দেখা যাচ্ছে। এই বিনামূল্যের আইসক্রিম সে-ই পাবে যে ভাল নাচতে পারবে। এই আইসক্রিমের দোকানের বাইরে একটি বোর্ড সাঁটানো হয়েছে, যাতে লেখা আছে ফ্রি আইসক্রিম স্কুপের জন্য নাচতে হবে। এই বোর্ডটি পড়ে ক্রেতাদের ভিড় জমে যাচ্ছে। আইসক্রিমের দোকানে ঢুকে নাচতে দেখা যাচ্ছে বহু মানুষকেই। শিশু থেকে বৃদ্ধ সবাই তাদের নাচের মুভ দেখিয়েছেন। যার নাচ সবথেকে ভাল, দোকানদার তাকে ফ্রি আইসক্রিম দিল। আইসক্রিম বিক্রেতাও তার জন্য হাততালি দিলেন যিনি সবথেকে ভাল নাচলেন। এই ভিডিয়োটি লক্ষ লক্ষ বার দেখা হয়েছে। যদিও 7.5 লক্ষেরও বেশি মানুষ এই পোস্টটি লাইক করেছেন।
ভিডিয়োটির কমেন্ট সেকশনে মজার মজার মন্তব্যও করেছেন ব্যবহারকারীরা। এক ব্যবহারকারী বলেছেন, “মানুষের মুখে হাসি ফোটাতে এমন প্রচেষ্টা করেছেন, এটা দেখে দারুণ লাগছে।” আরও এক ব্যক্তি মজার ছলে কমেন্ট করেছেন, “আজ আমি নাচতে পারি না বলে টাকা খরচ করে আইসক্রিম খাচ্ছি।”