Viral Video Today: সোশ্যাল মিডিয়ায় ছোটদের অনেক কাণ্ড কারখানাই ভাইরাল হয়, যা দেখলে হাসি থামিয়ে রাখা যায় না। কখনও কখনও আবার এমন কিছু করে, যা দেখলে চোখ কপালে ওঠার জোগাড় হয়। তেমনই একটি মজার ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে একটি শিশু তার বাবাকে খেলনা ডায়নোসর থেকে বাঁচানোর চেষ্টা করছে। আর তার জন্য সে কেঁদে ভাসিয়ে দিচ্ছে। বাচ্চাটির সেই কাণ্ড দেখলে আপনি হাসি থামিয়ে রাখতে পারবেন না। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি পার্কে বা শপিং মলে, এক ব্যক্তি খেলনা ডায়নোসরের মুখে মাথা রেখেছেন। সঙ্গে তার বাচ্চাও আছে। শিশুটি যখন তার বাবাকে খেলনা ড্রাগনের মুখে মাথা রাখতে দেখে, তখন সে জোরে জোরে কাঁদতে থাকে এবং তাকে বাঁচানোর চেষ্টা করে। সে বাবার প্যান্ট ধরে টানাটানি শুরু করে। তারপরেও যখন সেই ব্যক্তি মাথা বের করে না, তখন সে আরও জোরে কাঁদতে থাকে। শিশুটির নিষ্পাপ আচরন দেখে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মনেও ভালোবাসা ফুটে উঠেছে। বাচ্চটি এমনভাবে তার বাবাকে বাঁচানোর চেষ্টা করে গেল, যা দেখে আপনার মুখেও হাসি ফুটতে বাধ্য।
ভিডিয়োটি পোস্ট করার সঙ্গে সঙ্গে প্রচুর সংখ্যক মানুষ দেখেছে। এখনও পর্যন্ত অনেক লাইক আর শেয়ার হয়েছে। প্রচুর ভিউও হয়েছে ভিডিয়োয়। ভিডিয়োটিতে অনেকে অনেক কমেন্টও করেছেন। একজন ব্যবহারকারী বলেছেন, “বাচ্চাদের সাথে এমনটি করবেন না। এতে তারা ভয় পেয়ে যায়।” আরও এক ব্যক্তি কমেন্টে লিখেছেন,”ওকে দেখে আমি হাসি চাপতে পারলাম না। কী মিষ্টি লাগছে। ও বুঝতেও পারিনি ওটা খেলনা।”