Viral Video Today: প্রায় প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় কোনও না কোনও ভিডিয়ো ভাইরাল হয়। কোনও কোনও খাবারের কারখানার ভিডিয়ো দেখে চোখ কপালে ওঠার জোগাড় হয়। কখনও সবুজ মটোর, কখনও মুড়ি, আবার কখনও চাউমিন তৈরি করা দেখে হতবাক হয় অধিকাংশ নেটিজেন। তেমনই একটি ভিডিয়ো সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বহু মানুষই কেক খেতে পছন্দ করেন। কিন্তু বেকারিতে তা কীভাবে তৈরি করা হয়, কখনও দেখেছেন কি? সেটারই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যাতে ডিম দেওয়া থেকে শুরু করে পুরো কেক তৈরির প্রক্রিয়া দেখানো হয়েছে। এই পুরো ক্লিপটি দেখে নেটিজেনদের চোখ কপালে উঠে গিয়েছে। চলুন ভিডিয়োটি দেখে নেওয়া যাক।
এই ভিডিয়ো ক্লিপটি 1 মিনিটের। তাতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি একটি বালতিতে অনেকগুলো ডিম ফাটিয়ে দিচ্ছে। এর পরে, সে একটি মেশিনে রাখে। পরে তাতে কিছুটা জল এবং ময়দা মেশানো হয়। সবগুলো ভাল করে মিশিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করা হয়। এই ব্যাটারটি বিভিন্ন ট্রেতে সংবাদপত্রের উপর ছড়িয়ে দেওয়া হয়। তারপর তা চুলায় রান্না করা হয়। কেক সিদ্ধ হয়ে গেলে ক্রিম দিয়ে গোল এবং হার্ট আকৃতির ডিজাইন করা হয়। এর পরে তারা সাদা ক্রিম এবং অন্যান্য জিনিস দিয়ে সুন্দর করে কেকটি সাজায়।
I had no idea this is how cakes are made ? pic.twitter.com/8POleVgUgC
— Chirag Barjatya (@chiragbarjatyaa) July 22, 2023
এই ভিডিয়োটি 22 জুলাই টুইটার হ্যান্ডেল ‘চিরাগ বরজাতি’ (@chiragbarjatyaa) নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ক্যাপশনে তিনি লিখেছেন- “কেক এভাবে তৈরি হয় তা আমার একেবারেই ধারণা ছিল না।” এখনও পর্যন্ত এই ক্লিপটিতে 5.5 লাখ ভিউ, 6 হাজারের বেশি লাইক হয়েছে। এই ভিডিয়োয় অনেকে অনেক কমেন্ট করেছেন। কেউ বলেছেন, ” তৈরির পর সংবাদপত্রটা কোথায় চলে গেল?”