Viral Video Today: সোশ্যাল মিডিয়ায় প্রায়শই কোনও না কোনও ভিডিয়ো ভাইরাল হয়। কখনও কুকুর-বিড়ালের এমন কিছু ভিডিয়ো থাকে, যা দেখে অবাক হওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না। আবার এমন কিছু ভিডিয়ো চোখে পড়ে, যা দেখে চোখ কপালে ওঠার জোগাড় হয়। পশুদের বিভিন্ন কাণ্ড কারখানা দেখে হতবাক হয় বহু নেটিজ়েন। বিড়ালদের অনেক রকমের দুষ্টুমির ভিডিয়ো নিশ্চয়ই আগে দেখে থাকবেন। কিন্তু কখনও কোনও বিড়ালকে ক্যারাটে করতে দেখেছেন? শুনেই চমকে উঠলেন তো? ভাবছেন বিড়াল আবার ক্যারাটে করছে? আদতেই এমনটা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখলে আপনি চমকে উঠবেন। একটি মস্ত বড় কুকুরকে মাটির সঙ্গে পিশে দিল একটি বিড়াল।
ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে মাটিতে বসে আছে একটি বিড়াল। এসময় একটি কুকুর তাকে আক্রমণ করে। কুকুরের এমন আচরণ দেখে বিড়ালও সঙ্গে সঙ্গে তার দিকে ছুটে যায়। এরপর কুকুরের গলায় হাত দিয়ে সে কুকুরটিকে মাটিতে ফেলে দেয়। আর বিড়ালটির এমন কাণ্ড দেখে আপনি অবাক হতে বাধ্য। ভিডিয়োটি পোস্ট করার পরেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। এর আগে আপনি এমন বিড়াল দেখেছেন? যে কি না তার শক্তি দিয়ে এত বড় একটি কুকুরকে পরাজিত করে দিল।
— Figen (@TheFigen_) August 15, 2023
ভিডিয়োটি টুইটারে @TheFigen_ নামের একটি অ্যাকাউন্টের মাধ্যমে শেয়ার করা হয়েছে। এ খবর লেখা পর্যন্ত 12 লাখের বেশি মানুষ দেখেছেন। প্রচুর মানুষ শেয়ারও করেছে ভিডিয়োটি। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “বিড়ালের গায়ের জোর দেখে আমি অবাক।” আরও এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “এই বিড়ালটি যেভাবে ক্যারাটে করল, তা আমি আগে কখনও দেখিনি।”