Latest Viral Video: তরুণ হোক, বৃদ্ধ হোক… সোশ্যাল মিডিয়ার যুগে সবাই লাইক ও ভিউ সংগ্রহে ব্যস্ত! আজকাল ইন্টারনেটে অন হলেই আপনি বিভিন্ন প্ল্যাটফর্মে, যুবক থেকে প্রবীণদের মর্মান্তিক স্টান্ট ভিডিয়ো দেখতে পাবেন। কখনও কোনও কম বয়সী ছেলের বাইক স্টান্ট দেখা যায়, কখনও আবার কোনও বয়স্ক মানুষের বাইক স্টান্টের ভিডিয়ো জনসাধারণকে অবাক করে। সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হয়েছে সেরকমই ভিডিয়ো, যেখানে বয়স্ক এক ব্যক্তির বাইক নিয়ে অসামান্য কীর্তি দেখা গিয়েছে। হাত ছেড়ে বাইক চালানো ছাড়াও তিনি এমন সব কায়দা দেখিয়েছেন, যা দেখে সকলে অবাক।
ক্লিপটি খুব ছোট্ট, মাত্র 15 সেকেন্ডের। ভিডিয়োতে বয়স্ক ওই মানুষটিকে একটি স্প্লেন্ডার বাইক চালাতে দেখা গিয়েছে। রাস্তা ফাঁকা। পরনে তাঁর একটি সাদা কুর্তা ও পায়জামা। প্রথমে হাতটা ছেড়ে দিলেন আর তারপরেই আচমকা চলন্ত বাইকে লাফাতে শুরু করলেন। শুধু তাই নয়। চলন্ত বাইকের সিটে বসে কখনও নাচলেন, কখনও শুয়ে পড়লেন, কখনও আবার প্রণামও করে নিলেন।
इन्हीं हरकतों की वजह से सरकार ने पुरानी पेंशन योजना बंद की है। 😅 pic.twitter.com/9On89AL5SJ
— Ankit Yadav Bojha (@Ankitydv92) August 13, 2023
গত 13 অগস্ট এই ভিডিয়োটি টুইটারে @Ankitydv92 নামের এক ব্যবহারকারী শেয়ার করেছেন। ব্যাপক ভাইরাল হয়েছে ভিডিয়োটি। চার লাখেরও বেশি ভিউ হয়েছে এবং চার হাজারের বেশি লাইক পড়েছে। তবে বয়স্ক মানুষের এহেন বাইক স্টান্ট দেখে অনেকে তীব্র ভর্ৎসনাও করেছেন।
ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, এই সব কারণেই সরকার পুরনো পেনশন প্রকল্প বন্ধ করে দিয়েছে। নেটিজ়েনদের একজন লিখলেন, ‘এদের কারণেই নতুন ছেলেদের স্টান্টের প্রতি ঝোঁক, যা সত্যিই বিপজ্জনক।’ আর একজন যোগ করলেন, ‘ইনি হলেন গরীবের রজনীকান্ত।’