Latest Viral Video: ফের শিরোনামে দিল্লি মেট্রো। এবারও যাত্রীদের মধ্যে বাদানুবাদ তীব্র পর্যায়ে পৌঁছল। সদ্য ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, দুই মহিলা একে অপরকে ধাক্কা দিচ্ছেন। এবং তৃতীয় আর এক মহিলা সেখানে হস্তক্ষেপ না করায় দুইজনের মধ্যে লড়াই চলতেই থাকে। তবে এবারে দুই মহিলার ঝামেলা কিন্তু বসার আসন নিয়ে নয়। বরং, দাঁড়িয়ে থাকার পর্যাপ্ত জায়গা না পেয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুজনে। সে সময় এক সহযাত্রী ওই দুই মহিলার ঝগড়ার ঘটনা রেকর্ড করছিলেন। সেই ভিডিয়োই এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।
@gharkekalesh টুইটার হ্যান্ডেলে শেয়ার করা ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, ‘দাঁড়াবার জায়গা না পেয়ে দিল্লি মেট্রোর ভিতরে দুই মহিলার মধ্যে কালেশ।’ ভিডিয়োতে দেখা যাচ্ছে, দুই মহিলা দিল্লি মেট্রোতে একে অপরকে ধাক্কা দিচ্ছেন। প্রাথমিক ভাবে দুজনে মৌখিক বচসায় লিপ্ত হলেও কিছুক্ষণের মধ্যেই ধাক্কাধাক্কিতে লিপ্ত হন। শেষমেশ অন্য আর এক মহিলা হস্তক্ষেপ করায় দুজনের দ্বন্দ্বের অবসান ঘটে।
Kalesh b/w Two Woman inside Delhi metro over not giving place to stand pic.twitter.com/8a11cfg1Hz
— Ghar Ke Kalesh (@gharkekalesh) August 15, 2023
গত 15 অগস্ট ভিডিয়োটি টুইটারে শেয়ার করা হয়। তারপর থেকে প্রায় 60 হাজারেরও বেশি ভিউ হয়ে গিয়েছে ভিডিয়োটির। নেটিজ়েনদের অনেকেই নানাবিধ মন্তব্য করেছেন। একজন টুইটার ব্যবহারকারী ব্যঙ্গাত্মকভাবে দিল্লি মেট্রোতে প্রতিদিনের যাতায়াত সম্পর্কে ভ্লগ তৈরি করার পরামর্শ দিয়েছেন। তাঁর বক্তব্য, ‘দশম শ্রেণির পরে দিল্লি মেট্রোয় ক্যামেরা নিয়ে ভ্লগ বানালে ভালই রোজগার করা যাবে।’
অন্য একজন “মার্ক হেনরি বনাম বিগ শো” রেসলিং ম্যাচের সাথে লড়াইয়ের তুলনা করেছেন। তৃতীয় একজন ব্যবহারকারী এটিকে শার্লট ফ্লেয়ার এবং রোন্ডা রুসির মধ্যে একটি শোডাউনের সঙ্গে তুলনা করেছেন। চতুর্থ জন ঠাট্টা করে বলছেন, ‘দিল্লি মেট্রোয় লোকজন কখনই হতাশ হন না।’