Optical Illusion: 10 সেকেন্ড তাকিয়ে থাকুন ছবিটার দিকে, একটা প্রাণী দেখা দিতে পারে, খুঁজে পেলেন?

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Aug 16, 2023 | 9:54 PM

Viral Optical Illusion: ছবিটির ব্যাকগ্রাউন্ড নীল রঙের। তার উপরে যে লাইনগুলি রয়েছে, সেগুলি সব কালো রঙের। ছবির রং এবং তার উপরের স্ট্রাইপগুলির রং একসঙ্গে আপনার চোখকে বিভ্রান্ত করতে পারে। রঙের সংমিশ্রণটির কারণেই আপনার বুঝতে সমস্যা হচ্ছে, এখানে আসলে কী প্রাণী রয়েছে।

Optical Illusion: 10 সেকেন্ড তাকিয়ে থাকুন ছবিটার দিকে, একটা প্রাণী দেখা দিতে পারে, খুঁজে পেলেন?
ভাল করে ছবিটা দেখুন তো একবার...

Follow Us

Latest Optical Illusion: অপটিক্যাল ইলিউশন মানেই সে ছবি মানুষের চোখকে বিভ্রান্ত করবে। হতে পারে তা একটি প্যাটার্ন, হতে পারে একটি স্কেচ, হাতে তোলা ছবি থেকে আঁকা ছবি পর্যন্ত যা খুশি হতে পারে একটা অপটিক্যাল ইলিউশন। তবে তা যাই হোক না কেন, মানুষের মনকে ভাবায়। আপনার মনকে ভাবায়, আপনার বুদ্ধিমত্তার পরীক্ষা নেয়, তার পাশাপাশিই আবার আপনার দৃষ্টিশক্তিরও পরীক্ষা নেয়। সেরকমই একটা ছবি খুব ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যার সমাধান করতে গিয়ে 99% মানুষই হোঁচট খেয়েছেন।

Instantprint এই ছবিটি তৈরি করেছে। ছবিতে আপনি সম্ভবত একটাই ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন। আর তা-ই দেখতে পাওয়ার কথা। কারণ, তার বেশি ছবিটিতে আর কিছু নেই। একে তো ছবিটি ছোট, তার উপরে রয়েছে অনেক ধরনের লাইন। আপাতদৃষ্টিতে সেই লাইনগুলিকে সরলরেখা বলেই মনে হচ্ছে। কিন্তু এই ছবিরই ব্যাকগ্রাউন্ডে রয়েছে একটি প্রাণী। আপনার কাজ হল, সেই প্রাণীটিকেই খুঁজে বের করা। ভাল করে একবার দেখুন তো।

ছবিটির ব্যাকগ্রাউন্ড নীল রঙের। তার উপরে যে লাইনগুলি রয়েছে, সেগুলি সব কালো রঙের। ছবির রং এবং তার উপরের স্ট্রাইপগুলির রং একসঙ্গে আপনার চোখকে বিভ্রান্ত করতে পারে। রঙের সংমিশ্রণটির কারণেই আপনার বুঝতে সমস্যা হচ্ছে, এখানে আসলে কী প্রাণী রয়েছে। তবে 10 সেকেন্ডের জন্য এই ছবিতে যদি মনযোগ সহকারে তাকিয়ে থাকেন, তাহলেই প্রাণীটি আপনার চোখে ধরা দেবে।

এখনও বুঝতে পারলেন না, কোন প্রাণী রয়েছে এখানে? এই ছবিতে রয়েছে একটি ডলফিন। আপনি যদি ডলফিনটিকে দেখতে না পান, তাহলে নিচের ছবিটার দিকে ভাল করে তাকিয়ে থাকুন।

Next Article