Latest Viral Video: ছোট্ট শিশুদের যদি সবসময় নজরে না রাখা যায়, তাহলে বড়সড় বিপদ হতে পারে। সেরকমই একটা ভিডিয়ো ফের সামনে এসেছে। ট্রেনের একটি বগিতে আপার ও মিডল বার্থ থেকে একটি শিশুকে নামতে দেখা গিয়েছে। বড়জোড় সেই শিশুর বয়স এক বছর হবে। সবে মাত্র হাঁটতে শিখেছে সে। তার পরনে ছিল একটি কমলা রঙের পোশাক। ট্রেনের ওই কামড়ার অন্যান্য যাত্রীরা নির্ভীক বাচ্চাটির উপরের বার্থ থেকে এক্কেবারে নিচে নামার কায়দা দেখে অবাক হয়ে গিয়েছেন। অনেকের মুখেই হাসি দেখে তা স্পষ্ট হয়ে গিয়েছে। তবে, নেটিজ়েনরা ওই শিশুর অভিভাবককে তীব্র ভর্ৎসনা করেছেন।
ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। সেখানে দেখা গিয়েছে, চলন্ত ট্রেনের একটি বগিতে বসে আছেন কয়েকজন যাত্রী। উপরের বার্থ থেকে হঠাৎ করেই ছোট্ট শিশুটি নামতে শুরু করে দেয়। আর তা দেখে সেখানে উপস্থিত অন্যান্য যাত্রীরা তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে।
তারপর এক-এক করে উপরের বার্থ থেকে মাঝের বার্থে এবং সবশেষে টুকটুক করে নিচে নেমে পড়ে ছোট্ট ছেলেটি। শক্ত ভাবে আঁকড়ে ধরে খুব যত্ন নিয়ে উপরের বার্থ থেকে মিডল বার্থে নামে। এক্কেবারে নিচে নামতে তো তাকে এক ফোঁটাও কসরত হয়নি। আর লোয়ার বার্থে নামা মাত্রই বাচ্চাটি হাসতে থাকে এবং হামাগুড়িও দিতে থাকে।
ইনস্টাগ্রামে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে ‘বেবিজ় টাউন’ নামক একটি পেজ থেকে। প্রায় 3 লাখেরও বেশি লাইক পড়েছে ভিডিয়োতে। আর লাইক ও ভিউর সংখ্যা ক্রমান্বয়ে বেড়েই চলেছে। তবে নেটিজ়েনরা এই ভিডিয়ো নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কেউ এই শিশুর প্রশংসা করেছেন। কেউ বলেছেন, ‘ওর মা-বাবা কী করছিল তখন?’ কেউ আবার যোগ করেছেন, ‘অন্য যাত্রীরাও যখন দেখলেন, বাচ্চাটি নামছে তখন হাঁ করে তাকিয়ে ছিলেন কেন! ওকে নামানো উচিত ছিল।’