Latest Optical Illusion: অপটিক্যাল ইলিউশন মানেই লোকজনের মধ্যে এখন তীব্র উন্মাদনা। আট থেকে আশি সকলেই ব্যস্ত সেই সব অপটিক্যাল ইলিউশনের সমাধান করতে। ছবিগুলিতে আপনি যা দেখেন, তা ঠিকই দেখেন। কিন্তু তার মধ্যেও কিছু লুকিয়ে থাকে, যা আপনার মস্তিষ্কের ভাবনা-চিন্তার প্রক্রিয়াটিকে আলোড়িত করে। এই ধরনের ছবির ধাঁধাগুলি কিন্তু আজকের নয়, অনেক দিনেরই পুরনো। এক সময় রাজারাও মানুষের বুদ্ধিমত্তার পরীক্ষায় এই প্রক্রিয়ার সাহায্য নিতেন। আজ তা-ই বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অপটিক্যাল ইলিউশন নামে পরিচিত।
একথা অস্বীকার করার উপায় নেই যে, বুদ্ধির পরীক্ষা করতে, চিন্তাভাবনার স্তর আগের জায়গাতেই রয়েছে কি না, তা পরখ করতে অপটিক্যাল ইলিউশনের জুড়ি মেলা ভার। তবে আজ আমরা যে ইলিউশনটি নিয়ে এসেছি, তা কিন্তু বেশ মজাদার। এই ছবিতে আপনি যে এত সংখ্যক সফ্ট টয় দেখছেন, তার মধ্যে একটি সত্যিকারের পেঁচাও রয়েছে। আপনাকে সেই পেঁচাটিকেই খুঁজে বের করতে হবে।
ফটোগ্রাফার কেটি অ্যারোস্মিথ এই ছবিটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এই সফ্ট টয়ের মধ্যেই লুকিয়ে রয়েছে একটি পেঁচা। দেখা যাক, আপনি সেটিকে খুঁজে পান কি না। তাহলে… পেঁচা দেখতে পেলন নাকি?’ এই ছবিতে আসলে 13টি পেঁচা রয়েছে। প্রথম দেখায় মনে হতে পারে, সবগুলিই হয়তো সফ্ট টয়। আসলে কিন্তু তা নয়। এদের মধ্যেই রয়েছে একটি সত্যিকারের পেঁচা। একটু যদি খুঁটিয়ে ছবিটা লক্ষ্য করেন, তাহলেই বুঝবেন কোনটি সফ্ট টয়। তার জন্য আপনাকে পেঁচাগুলির চোখের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিতে হবে।
এখনও পর্যন্ত আপনি যদি পেঁচাটিকে দেখতে না পান, তাহলে নিচের ছবিটি একবার ভাল করে দেখুন।