Latest Viral Video: একটি মজার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখে মানুষ হাসি থামাতে পারছেন না। সদ্য ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে একজন মহিলাকে দেখা গিয়েছে, যিনি একটি লাল শাড়ি পরে আছেন। কিন্তু সেই মহিলা তাঁর চুলের মধ্যে একটি চার্জার লুকিয়ে রেখেছেন। কিন্তু কেন এমনটা করেছেন? চুলের মধ্যে আবার কেউ চার্জার লুকিয়ে রাখে নাকি? আসলে এই মহিলার সঙ্গে তাঁর স্বামীর ঝগড়া হয়। স্বামীকে শায়েস্তা করতেই তিনি এমন ফন্দি আঁটেন। তারপর যা ঘটে, শুনলে সত্যিই তাজ্জব বনে যেতে হয়।
ভিডিয়োতে মহিলা নিজেই জানিয়েছেন যে, তাঁর স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছিল। ঝগড়ার সময় চরম উত্তেজিত হয়ে গিয়েছিলেন মহিলার স্বামী। তাঁকে থামানোর খুবই চেষ্টা করছিলেন। কিন্তু তাতে আখেরে লাভের লাভ কিছু হয়নি। স্ত্রী তাঁকে শান্ত হতে বললে রীতিমতো চ্যালেঞ্জ দিয়ে স্বামী বলেন, ‘শান্ত না হলে তুমি কি করবে?’ তাতেই ফন্দি আঁটেন মহিলা। চুলের মধ্যে ফোনটাকে বেঁধে লুকিয়ে রাখেন। তারপর মহিলার স্বামী টানা 4 ঘণ্টা ধরে খোঁজার পরেও চার্জার খুঁজে পাননি।
पत्नी से झगड़ा करना पती को पड़ा भारी…चार्जर को छिपाया ऐसी जगह कि ढूंढने में खराब हो गई हालत…#funnyvideo #husbandwife pic.twitter.com/HMMBLTD0iF
— News18 Uttar Pradesh (@News18UP) August 14, 2023
সংবাদমাধ্যম News 18 তাদের টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি প্রকাশ করেছে। সেখানে পরিষ্কার বলা হয়েছে, পৃথিবীতে আর যাই করুন না কেন, স্ত্রীর সঙ্গে ঝগড়া করতে যাবেন না। এই ভিডিয়ো আসলে পৃথিবীর সমস্ত প্রান্তের স্বামীদের তাঁদের স্ত্রীয়ের থেকে সতর্ক থাকতে বলেছে। সতর্ক না হলেই মহা-বিপদ! নেটিজ়েনরাও ঠিক সেই কথাই বলেছেন।
ভিডিয়োতে স্পষ্ট দেখা যাচ্ছে, মহিলা তাঁর চুল এমনভাবে বেঁধে রেখেছেন যাতে কেউ তাতে চার্জার থাকার সন্দেহও করতে না পারে। আসলে স্বামী-স্ত্রী দুজনের মধ্যে চার্জারের মতোই সামান্য একটা বিষয় নিয়ে ঝগড়া বেঁধেছিল। সেই ঝগড়ার পরেই স্ত্রী এমন কীর্তি করলেন যে দেখে সবাই অবাক!ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। ছড়িয়ে পড়েছে অন্য আরও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে।