Viral Video Today: জঙ্গলের অনেক ভিডিয়ো প্রায় প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। কিছু কিছু ভিডিয়ো এমন থাকে, যা দেখে হাসি থামিয়ে রাখা দায় হয়ে যায়। আবার তার মধ্যে এমন অনেক ভিডিয়ো থাকে, যেগুলি দেখে শিউরে ওঠা ছাড়া আর কোনও উপায় থাকে না। তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। একটি বিরাট কোবরা সাপ কীভাবে গাছে উঠছে, তা দেখে আপনার চোখ কপালে উঠবে। অনেক সময় গাছে অনেক পাখি বাসা করে। আর সেই পাখির বাসার ডিম খেতেই কোবরাটি গাছে উঠছে। কিন্তু তার গাছে ওঠা দেখেই চমকেছে অধিকাংশ নেটিজেন। ভিডিয়োটি না দেখলে বুঝবেন না।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি বিরাট কোবরা সাপ গাছে উঠছে। সাপের গাছে ওঠার ভিডিয়ো তেমনভাবে ভাইরাল হয়ে না। তাই এই ভিডিয়োটি পোস্ট হতেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সাপটি প্রথমে তার মাথাটিকে গাছের গুঁড়িতে আটকে দেয়। তারপরে পুরো শরীরটাকে গাছের গুঁড়ির সঙ্গে জড়িয়ে ফেলে। একটু করে মাথা দিয়ে উপরে উঠে, আবার নিজেকে জড়িয়ে জড়িয়ে উপরে উঠে যায়। আপনার মনে হতে পারে, পুরো ব্যাপারটাই হয়তো অনেক ধীরে হয়েছে। কিন্তু না, একেবারেই তা নয়। সাপটি তরতরিয়ে গাছের একেবারে উপরে উঠে পড়ল। সব থেকে অবাক করা ব্যাপার হল গাছটি মোটেই ছোটখাটো গাছ নয়। প্রকাণ্ড গাছটিতে উঠতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগল সাপটির।
Snake climbing on tree to feast on bird’s eggs pic.twitter.com/e3wZ3ks9Um
— The Dark Circle of Nature (@TheeDarkCircle) July 25, 2023
অনেক সময় এমন অনেক ভিডিয়ো ভাইরাল হয়েছে, যাতে পাখিকে সাপের ডিম খেতে দেখা গিয়েছে। কিন্তু আপনি কি আগে কখনও সাপকে এভাবে গাছে উঠতে দেখেছেন? ভিডিয়োটি এখনও পর্যন্ত প্রচুর লাইক ও শেয়ার হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন ভিডিয়োয়।